হোম > অর্থনীতি

চার খাতে কর্মী নিতে চায় নর্থ মেসিডোনিয়া, মাসিক বেতন ৪০০ ইউরো

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ নর্থ মেসিডোনিয়া। আজ বুধবার রাজধানীর ইস্কাটনে অবস্থিত প্রবাসীকল্যাণ ভবনের প্রতিমন্ত্রীর দপ্তরে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর সঙ্গে সাক্ষাতে এই আগ্রহের কথা জানান নর্থ মেসিডোনিয়ার রাষ্ট্রদূত স্লোবোদান ইউজোনোব। 

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য জানান প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। তিনি বলেন, ‘আমরা নতুন শ্রমবাজার সৃষ্টির চেষ্টা করছি। নর্থ মেসিডোনিয়া ও সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আজ সাক্ষাৎ করতে এসেছিলেন। নর্থ মেসিডোনিয়া নতুন শ্রমবাজার। তারা নতুন দেশ হিসেবে আমাদের দেশ থেকে কর্মী নেবে। সে ব্যাপারেও আলাপ-আলোচনা হয়েছে।’ 

প্রতিমন্ত্রী বলেন, ‘সংযুক্ত আরব-আমিরাতের সঙ্গে আমাদের সম্পর্ক অনেক পুরোনো। এই সম্পর্ক বাড়ানো এবং এ দেশের বাজারকে আরও যাতে সমৃদ্ধ করা যায়, সে ব্যাপারে আলাপ-আলোচনা হয়েছে।’ 

প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, মেসিডোনিয়ার রাষ্ট্রদূত ও প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রীর সাক্ষাতে আইটি, মেডিকেল, কৃষি ও নির্মাণ খাতে কর্মী নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন নর্থ মেসিডোনিয়ার রাষ্ট্রদূত। এই খাতগুলোতে দক্ষ কর্মী নিতে চায় তারা। এই খাতগুলোতে কাজ করা কর্মীর ন্যূনতম মাসিক আয় ৪০০ ইউরো হবে। তবে কী পদ্ধতিতে তারা কর্মী নেবে, তা এখনো নির্ধারণ করা হয়নি।’

সূত্র আরও জানিয়েছে, কর্মী নিতে বাংলাদেশের পক্ষ থেকে সমঝোতা চুক্তির কথা বলা হয়েছে। এ সময় নর্থ মেসিডোনিয়ার রাষ্ট্রদূত সমঝোতা স্মারকের নমুনা চেয়েছেন। শিগগিরই নমুনা সমঝোতা স্বারক মেসিডোনিয়ায় পাঠানো হবে বলে প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী আশ্বস্ত করেছেন।

রেমিট্যান্স কেনায় এক্সচেঞ্জ হাউসকে নতুন শর্ত

ব্যাংকারদের বিদেশ ভ্রমণে অনুমতির প্রয়োজন নেই

এয়ার পিউরিফায়ারে কর কমল ২৭ শতাংশ

কাজে সুযোগের আকাল

এলসি যথেষ্ট, নজর এখন আমদানিতে

পুনর্বিমায় মিথ্যা তথ্য দিয়ে প্রাইম ইনস্যুরেন্সের জালিয়াতি

ট্রাম্পের অভিষেক ঘিরে উত্তেজনায় রেকর্ড উচ্চতায় বিটকয়েন

ফার্নিচার শিল্পের বিকাশে প্রয়োজন অধিক বিনিয়োগ: বাণিজ্য উপদেষ্টা

শিল্পের কাঁচামাল আমদানির মূল্য পরিশোধে এক বছর সময় পাবেন ব্যবসায়ীরা

বন্ধ পাট কারখানায় সারের গুদাম বানাবে সরকার: কৃষিসচিব

সেকশন