হোম > অর্থনীতি

ফলজাত পণ্য রপ্তানিতে ১০ শতাংশ নগদ প্রণোদনার ঘোষণা

আজকের পত্রিকা ডেস্ক­

ফলজাত পণ্য রপ্তানিতে এখন থেকে ১০ শতাংশ নগদ প্রণোদনা দেবে সরকার। ছবি: এআই দিয়ে তৈরি

ফলজাত পণ্য রপ্তানির জন্য বিশেষ সুবিধা দিল কেন্দ্রীয় ব্যাংক। স্থানীয়ভাবে উৎপাদিত ফলজাত পাল্প থেকে প্রস্তুত করা জুস ও ড্রিংকস রপ্তানির বিপরীতে রপ্তানিকারকেরা এখন মোট রপ্তানি আয়ের ১০ শতাংশ নগদ প্রণোদনা পাবেন। আজ বৃহস্পতিবার এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, কৃষিপণ্য ও প্রক্রিয়াজাত কৃষিপণ্য রপ্তানিতে আগের নির্দেশনা সংশোধন করে নতুন এই সুবিধা অন্তর্ভুক্ত করা হয়েছে। এখন থেকে মূল ফল ও সবজি থেকে উৎপাদিত পেস্ট, ফ্রুটবার, টিনজাত এবং ডিহাইড্রেটেড পণ্য ছাড়াও স্থানীয়ভাবে উৎপাদিত ফলজাত পাল্প থেকে তৈরি জুস ও ড্রিংকসের রপ্তানির বিপরীতে প্রণোদনা দেওয়া হবে।

২০১৯ সালে জারি করা প্রজ্ঞাপনের নির্দেশনা অনুসারে শাকসবজি, ফল ও প্রক্রিয়াজাত পণ্য রপ্তানিতে নগদ সহায়তা চালু ছিল। এ নির্দেশনার আওতায় চলতি বছরের ১ জুলাই থেকে ১০ শতাংশ হারে প্রণোদনা পাচ্ছেন রপ্তানিকারকেরা। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সার্কুলারের অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে।

ফলজাত জুস ও ড্রিংকসের এই প্রণোদনা রপ্তানিকারকদের জন্য নতুন সম্ভাবনা তৈরি করবে। বিশেষজ্ঞরা মনে করছেন, স্থানীয় কৃষিপণ্যের চাহিদা বাড়াতে এবং রপ্তানি আয়ের উৎস বহুমুখী করতে এ উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে।

সেরা ফিল্ড ফোর্সদের বিশেষ সম্মাননা দিল নগদ

ইনফরমেশন হেল্প ডেস্ক চালু করল ডিএসই

ট্রাভেল ও ট্যুরিজম অ্যাওয়ার্ড: লিড স্পনসর ‘গ্যালাক্সি’, হসপিটালিটি পার্টনার ইন্টারকন্টিনেন্টাল ঢাকা

ভারত থেকে আসা পণ্যবাহী ট্রাকের চলাচল নজরদারি করবে এনবিআর

ওয়ালটনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নজরুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত

রেমিট্যান্স সংগ্রহে অভাবনীয় সাফল্য অর্জন জনতা ব্যাংকের

রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেয়েছে ইসলামী ব্যাংক

২০ কোটি টাকার বেশি সব ঋণ ফের যাচাই করা হবে: গভর্নর

একীভূত পাঁচ ব্যাংকের নামের সাইনবোর্ড বদলাচ্ছে আজ-কালের মধ্যেই: গভর্নর

সীমাবদ্ধতার মাঝেও সাফল্যের গল্প