Ajker Patrika
হোম > অর্থনীতি

কোভিড টিকার ব্যবসা করেই বিলিয়নেয়ার ৯ জন

অনলাইন ডেস্ক

কোভিড টিকার ব্যবসা করেই বিলিয়নেয়ার ৯ জন

ঢাকা: কোভিড টিকার বাণিজ্য করে বিশ্বে কমপক্ষে নয়জন নতুন বিলিয়নেয়ারের উত্থান ঘটেছে। আজ বৃহস্পতিবার দ্য পিপলস ভ্যাকসিন অ্যালায়েন্স নামের একটি ক্যাম্পেইন গ্রুপের পক্ষ থেকে বিবৃতিতে এমনটি বলা হয়েছে। বিবৃতিতে ক্যাম্পেইন গ্রুপটি কোভিড টিকা নিয়ে একচেটিয়া বাণিজ্য বন্ধেরও আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে দ্য পিপলস ভ্যাকসিন অ্যালায়েন্সের পক্ষ থেকে বলা হয়, নতুন নয়জন বিলিয়নেয়ার টিকার বাণিজ্য করে ১৯ দশমিক ৩ বিলিয়ন ডলার মুনাফা করেছে। এই অর্থ দিয়ে স্বল্প আয়ের দেশে সমস্ত লোককে ১ দশমিক ৩ বার টিকা দেওয়া যাবে।

ক্যাম্পেইন গ্রুপটি বলছে, ফোর্বসের ধনী ব্যক্তির তালিকা থেকে তারা এই তথ্য সংগ্রহ করেছে। এই গ্রুপটি কোভিড টিকার পেটেন্ট উন্মুক্ত করে দেওয়ার দাবিতেও প্রচারণা চালিয়ে যাচ্ছে।

এই গ্রুপের অংশীদার হিসেবে কাজ করেছে দাতব্য সংস্থা অক্সফাম। সংস্থাটির বিশেষজ্ঞ আনা মেরিয়ট বলেন, টিকা নিয়ে অনেক ওষুধ কোম্পানি একচেটিয়া ব্যবসার মাধ্যমে প্রচুর মুনাফা অর্জন করছে। এই বিলিয়নেয়ার তাদেরই মানবরূপ।

গ্রুপটি বলছে, নতুন বিলিয়নেয়ার তৈরি হওয়ার পাশাপাশি টিকা সরবরাহ বাণিজ্যের মাধ্যমে আটজন পুরোনো বিলিয়নেয়ারের সম্পদ ৩২ দশমিক ২ বিলিয়ন ডলার বেড়েছে।

করোনা টিকার বাণিজ্য করে যাঁরা নতুন বিলিয়নেয়ার হয়েছেন তাঁদের তালিকায় শীর্ষে রয়েছেন মার্কিন ওষুধ প্রস্তুতকারক কোম্পানি মডার্নার নির্বাহী কর্মকর্তা স্টিফেন বানসেল এবং জার্মান প্রাণ–প্রযুক্তি কোম্পানি বায়োএনটেকের নির্বাহী কর্মকর্তা উগুর শাহীন।

এছাড়া নতুন বিলিয়নেয়ারদের মধ্যে রয়েছেন চীনের টিকা কোম্পানি ক্যানসিনো বায়োলজিকসের তিন সহ–প্রতিষ্ঠাতা।

আগামীকাল শুক্রবার জি২০–এর বিশ্ব স্বাস্থ্য সম্মেলন শুরু হওয়ার একদিন আগে এই খবরটি প্রকাশ করা হলো। ইতালিতে অনুষ্ঠেয় ওই সম্মেলনে অস্থায়ীভাবে টিকার পেটেন্ট তুলে নেওয়ার বিষয়ে আলোচনা হতে পারে। এরই মধ্যে যুক্তরাষ্ট্র, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশ বিশেষ করে দরিদ্র দেশগুলোর জন্য টিকার পেটেন্ট উন্মুক্ত করে দেওয়ার পক্ষে মত দিয়েছে।

এশিয়ার তিনটি নতুন গন্তব্যে ফ্লাইট শুরু করছে এমিরেটস

আন্তর্জাতিক বাজারে কমছে তেলের দাম, ট্রাম্পের নীতিসহ নেপথ্যে যেসব কারণ

ট্রাম্পের শুল্কের বিরুদ্ধে লড়তে কানাডারও আছে মোক্ষম হাতিয়ার

মাইন্ডশেয়ার পেল ‘অরিজিনাল মিডিয়া ইনোভেশন অব দ্য ইয়ার’ পুরস্কার

ভ্যাট ছাড়ে স্বস্তি নাকি বিভ্রান্তি

পোশাকের ক্রয়াদেশ কমেছে আশঙ্কাজনক

ঈদ ডাবল খুশি অফার সিজন-৩ নিয়ে যমুনা ইলেকট্রনিকসের ঈদ ক্যাম্পেইন শুরু

সোশ্যাল ইসলামী ব্যাংকের ‘যাকাত ও ক্যাশ ওয়াক্ফ ক্যাম্পেইন’ উদ্বোধন

নারী উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হচ্ছে ৬ মার্চ

বেগুন লেবু শসায় বাড়তি দাম, কাটছে না তেল সংকট