হোম > অর্থনীতি

বরাদ্দে রক্ষণশীলতার কারণে কমছে এডিপি বাস্তবায়ন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

 

অর্থ বরাদ্দে রক্ষণশীলতা ও নির্বাচনী ডামাডোলে অর্থবছরের পাঁচ মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়ন মাত্র ১৭ শতাংশ। এটি গত ছয় বছরের মধ্যে কম এডিপি বাস্তবায়ন। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) সূত্রে জানা গেছে, গত পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) মোট খরচ হয়েছে ৪৬ হাজার ৮৫৭ কোটি টাকা। এর আগের বছর একই সময়ে খরচ হয়েছিল ৪৭ হাজার ১২২ কোটি টাকা।

আইএমইডি জুলাই-নভেম্বর মাসের এডিপি বাস্তবায়নের হালনাগাদ প্রতিবেদন তৈরি করেছে। সেখানে দেখা যায়, কোভিডের প্রথম বছরে আগের বছরের চেয়ে টাকা কম খরচের ঘটনা ঘটেছিল। তবে এবার দেখা গেছে, এই পাঁচ মাসের প্রতি মাসেই তার আগের মাসের চেয়ে কম অর্থ খরচ করা হয়েছে।

পরিকল্পনা কমিশন সূত্র জানায়, গত জুলাই-নভেম্বর সময়ে ১১টি মন্ত্রণালয় ও বিভাগ তাদের বরাদ্দের ১০ শতাংশ টাকাও খরচ করতে পারেনি। এর মধ্যে সরকারি কর্ম কমিশন সচিবালয়ের একটি প্রকল্পে ৩০ কোটি টাকা বরাদ্দ থাকলেও গত পাঁচ মাসে তারা কোনো টাকাই খরচ করতে পারেনি।

নিজেদের প্রকল্পে বরাদ্দের ১০ শতাংশের কম অর্থ খরচ করা অন্য মন্ত্রণালয় ও বিভাগগুলো হলো রেলপথ মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি), তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়। চলতি অর্থবছরের এডিপির আকার ২ লাখ ৭৪ হাজার ৬৭৪ কোটি টাকা।

সেরা ফিল্ড ফোর্সদের বিশেষ সম্মাননা দিল নগদ

ইনফরমেশন হেল্প ডেস্ক চালু করল ডিএসই

ট্রাভেল ও ট্যুরিজম অ্যাওয়ার্ড: লিড স্পনসর ‘গ্যালাক্সি’, হসপিটালিটি পার্টনার ইন্টারকন্টিনেন্টাল ঢাকা

ভারত থেকে আসা পণ্যবাহী ট্রাকের চলাচল নজরদারি করবে এনবিআর

ওয়ালটনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নজরুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত

রেমিট্যান্স সংগ্রহে অভাবনীয় সাফল্য অর্জন জনতা ব্যাংকের

রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেয়েছে ইসলামী ব্যাংক

২০ কোটি টাকার বেশি সব ঋণ ফের যাচাই করা হবে: গভর্নর

একীভূত পাঁচ ব্যাংকের নামের সাইনবোর্ড বদলাচ্ছে আজ-কালের মধ্যেই: গভর্নর

সীমাবদ্ধতার মাঝেও সাফল্যের গল্প