বাংলাদেশের জুয়েলারি খাতে বিনিয়োগে আগ্রহী দক্ষিণ আফ্রিকার ব্যবসায়ীরা। ঢাকায় সফররত দেশটির ব্যবসায়ী প্রতিনিধিদল গতকাল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) কার্যনির্বাহী কমিটির সঙ্গে বৈঠকে এই আগ্রহের কথা জানান।
বৈঠকে জুয়েলারি খাতে বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করে আফ্রিকার ব্যবসায়ীরা বলেন, বাংলাদেশে জুয়েলারি খাতে বিপুল সম্ভাবনা রয়েছে। বাংলাদেশও দক্ষিণ আফিকায় বিনিয়োগ করতে পারে। এতে দুই দেশের মধ্যকার ব্যবসায়িক সম্পর্ক বাড়বে।
এ সময় দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিদলের সদস্য নোকুথুলা নোকি এনডলভ বলেন, বাংলাদেশ উন্নয়নশীল দেশ। এ দেশে জুয়েলারি খাতে বিনিয়োগের অপার সম্ভাবনা আছে। সঠিকভাবে বিনিয়োগ করা হলে বাংলাদেশের জুয়েলারি শিল্প এগিয়ে যাবে।
বৈঠকে বাজুসের সহসভাপতি মাসুদুর রহমান বলেন, ‘বাংলাদেশে বর্তমানে জুয়েলারি খাত দিনে দিনে এগিয়ে যাচ্ছে। তাই দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিদলকে এই খাতে বিনিয়োগ করার আহ্বান জানাই।’
এই বৈঠকে দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিদলের সদস্য এলিসা মাকওয়া উপস্থিত ছিলেন।