হোম > অর্থনীতি

বাংলাদেশের কর্মকর্তাদের উচ্চশিক্ষায় ৩৫ কোটি টাকা অনুদান জাপানের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিসিএস ক্যাডার কর্মকর্তা, জুডিশিয়াল সার্ভিস, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ এবং বাংলাদেশ ব্যাংকের প্রথম শ্রেণির কর্মকর্তাদের উচ্চশিক্ষার জন্য ৩৫ কোটি ২৫ লাখ টাকা অনুদান দিচ্ছে জাপান। জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ও পিএইচডি কোর্সে অধ্যয়নের সুযোগ দিতে এ অনুদান দিচ্ছে দেশটি।

আজ বুধবার রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে বাংলাদেশ ও জাপান সরকারের মধ্যে ‘বিনিময় নোট’ ও ‘অনুদান চুক্তি’ সই হয়। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের বাস্তবায়নাধীন হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট স্কলারশিপ প্রজেক্ট (জেডিএস) শীর্ষক প্রকল্পের আওতায় এই অনুদান দেবে জাপান।

বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী চুক্তিতে সই করেন।

জাপানের পক্ষে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইয়োমা কিমিনোরির ‘বিনিময় নোট’ এবং ঢাকায় নিযুক্ত জাইকার চিফ রিপ্রেজেনটেটিভ ইচিগুচি তোমোহিদ ‘অনুদান চুক্তি’ সই করেন।

জেডিএস শীর্ষক প্রকল্পটি ২০০১ থেকে ২০২৫ মেয়াদে চলমান। এ যাবৎ প্রকল্পের আওতায় ৪৪২ জন কর্মকর্তা মাস্টার্স ও সাতজন কর্মকর্তা পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।

দ্বিপক্ষীয় পর্যায়ে জাপান বাংলাদেশের একক বৃহত্তম উন্নয়ন সহযোগী দেশ। স্বাধীনতার পর থেকে এ যাবৎ জাপান সরকার ৩২ দশমিক ৩৭ বিলিয়ন মার্কিন ডলারের প্রতিশ্রুতি দিয়েছে।

আইএমইডির নভেম্বর মাসের প্রতিবেদন: এডিপি বাস্তবায়নে বড় ধাক্কা

ডলারের বিপরীতে রুপির আরও দরপতন

যুক্তরাষ্ট্রে ব্যাংকিং লাইসেন্সের আবেদন করল পেপ্যাল

সোনার দাম ভরিতে ১৪৭০ টাকা বাড়ল

শেভরনের সহায়তায় সিলেটে ৬০ প্রতিবন্ধী ব্যক্তির স্বাভাবিক জীবনে ফেরা

আরও ১৪ কোটি ১৫ লাখ ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক

দিনে ১৭২৫০ টন পেঁয়াজ আমদানির অনুমতি দিল সরকার

ভারত থেকে ৫০ হাজার টন চাল কিনবে সরকার

এখন থেকে মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে নগদে

তৈরি পোশাক রপ্তানি: ইইউ-যুক্তরাষ্ট্রের বাইরে সম্ভাবনা জাপানে