বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খানের সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক হয়েছে। এ সময় কর্মকর্তারা মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
বৈঠকে বিগত বছরগুলোতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ধারাবাহিক উন্নয়নে মন্ত্রী সন্তোষ প্রকাশ করেন। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের লাভের ধারা অব্যাহত রাখার এবং যাত্রী সেবার মান আরও উন্নতির জন্য পরিকল্পিত ও ধারাবাহিক কার্যক্রম পরিচালনার জন্য তিনি নির্দেশনা দেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাবেক সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দীন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম (অতিরিক্ত সচিব), বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালক প্রশাসন মো. ছিদ্দিকুর রহমানসহ (যুগ্ম সচিব) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।