হোম > অর্থনীতি

সিএসইর নতুন চেয়ারম্যান এ কে এম হাবিবুর রহমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামী তিন বছরের জন্য চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এ কে এম হাবিবুর রহমান। আজ বুধবার (২ অক্টোবর) পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি ব্যবসায়ী আসিফ ইব্রাহিমের স্থলাভিষিক্ত হলেন।

সভা শেষে সিএসইর করপোরেট ও জনসংযোগ বিভাগের সহকারী ব্যবস্থাপক তানিয়া বেগম এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এক্সচেঞ্জের স্বতন্ত্র পরিচালক এবং শেয়ারহোল্ডার পরিচালকেরা এক্সচেঞ্জ ডিমিউচুয়ালাইজেশন অ্যাক্ট, ২০১৩ অনুযায়ী এ কে এম হাবিবুর রহমানকে চেয়ারম্যান নির্বাচিত করেছেন।

এ কে এম হাবিবুর রহমান বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ইঞ্জিনিয়ারিং বিভাগে টেলিকমিউনিকেশন অফিসার হিসেবে ১৯৯১ সালে বাংলাদেশ টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন বোর্ডে (বিটিটিবি) কর্মজীবন শুরু করেন। ২০০৮ পর্যন্ত সেখানে বিভিন্ন পদে কাজ করেছেন।

এরপর এ কে এম হাবিবুর রহমান বিটিসিএলের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি), বিডিরেনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), টেলিটক বাংলাদেশ লিমিটেড এবং বাংলাদেশ সাবমেরিন কেব্‌লস পিএলসিতে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং টেলিযোগাযোগ অধিদপ্তরে মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

এ কে এম হাবিবুর রহমান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সম্পন্ন করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) থেকে এমবিএ করেন।

হাবিবুর রহমান বিটিসিএল, টেলিটক বাংলাদেশ লিমিটেড, বাংলাদেশ সাবমেরিন কেব্‌লস পিএলসি এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (অন লিয়েন) গুরুত্বপূর্ণ পদে কাজ করার মাধ্যমে প্রযুক্তি আপগ্রেডেশন, নেটওয়ার্ক সম্প্রসারণ, সংযোগ–সংক্রান্ত বড় বড় প্রকল্পে অবদান রেখেছেন।

হাবিবুর রহমান কর্মজীবনে ১৯৯২ সালে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে সেরা প্রশিক্ষণার্থী হওয়ার জন্য রেক্টর পদক এবং ইন্টিগ্রিটি প্রাইজ-২০২০ অর্জন করেন। এ ছাড়া তিনি দেশে-বিদেশে অনুষ্ঠিত বিভিন্ন সেমিনারেও গবেষণাপত্র উপস্থাপন করেন।

৫ আগস্ট সরকার পরিবর্তনের পর ২০ থেকে ২২ আগস্টের মধ্যে সিএসইর সকল স্বতন্ত্র পরিচালক পদত্যাগ করেন। এরপর শূন্যপদে সাতজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেয় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।

স্বতন্ত্র পরিচালক নিয়োগ পান আলমগীর মোর্শেদ, প্রফেসর ড. মো. সাইফুল ইসলাম, এ কে এম হাবিবুর রহমান, ডা. মাহমুদ হাসান, এম জুলফিকার হোসেন, নাজনীন সুলতানা ও ফরিদা ইয়াসমিন। তবে আলমগীর মোর্শেদ দায়িত্ব গ্রহণে অপারগতা প্রকাশ করেন।

ভরসার বিমায় হতাশার ছায়া

মিডিয়াকমের ব্যাডমিন্টন টুর্নামেন্টের শিরোপা পেল নিউজ ২৪

এনআরবি ব্যাংকের বার্ষিক ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সাউথইস্ট ব্যাংকের ‘বিজনেস পলিসি ও প্ল্যানিং কনফারেন্স’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন শুরু

ইবিএল প্রধান কার্যালয়ে ‘আর্থিক তথ্য প্রকাশ’ বিষয়ে কর্মশালা

ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের ‘পার্টনার্স টুগেদার’ সম্মেলন অনুষ্ঠিত

জুলস পাওয়ারের এমডি প্রয়াত নুহের লতিফকে বনানীতে সমাহিত

অনূর্ধ্ব-১৯ নারী টি-২০ বিশ্বকাপ বিনা মূল্যে দেখা যাবে টফিতে

পর্দা নামল ২৩তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক প্রদর্শনীর

সেকশন