হোম > অর্থনীতি

বার্জার পেইন্টসে রাঙানো হলো ফুটস্টেপের দ্বিতীয় পাঠাগার

অনলাইন ডেস্ক

বার্জার পেইন্টসের সহযোগিতায়, উন্নয়ন সংস্থা ফুটস্টেপস বাংলাদেশের আরও একটি পাঠাগার উদ্বোধন করা হয়েছে। গত ২৮ এপ্রিল (রোববার) ধানমন্ডির রায়েরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই দ্বিতীয় ‘বৃত্ত শিশু পাঠাগারের’ উদ্বোধন করা হয়। 

বার্জার পেইন্টসের সহযোগিতায় নতুন রূপে পাঠাগারটির এ উদ্বোধন প্রকল্পে অংশগ্রহণ করেছে ‘মোরশেদ মিশু ইলাস্ট্রেশনস’ এবং ‘কল্প আর্কিটেক্টস’। শিশুদের কাছে বইয়ের জগৎ যেন আরও রঙিন মনে হয়, তা নিশ্চিত করতে পাঠাগারের কক্ষটিকে সুন্দরভাবে সাজানো হয়েছে। 

বৃত্ত শিশু পাঠাগারে একসঙ্গে ৫০ জনেরও বেশি শিক্ষার্থী বই পড়তে পারবে। পাঠাগারের সংগ্রহে রয়েছে এক হাজারেরও বেশি বই। যার তত্ত্বাবধানে থাকবেন একজন গ্রন্থাগারিক। 

পাঠাগারের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের প্রধান বিপণন কর্মকর্তা তানজিন ফেরদৌস আলম, ফুটস্টেপস বাংলাদেশের প্রতিনিধিগণ, ‘কল্প’ এবং ‘মঙ্গলদীপ ফাউন্ডেশন’ এর প্রতিনিধিগণ, ধানমন্ডি থানার থানা শিক্ষা অফিসার, রায়েরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এবং স্কুল ম্যানেজমেন্ট কমিটির সদস্যবৃন্দ। 

অনুষ্ঠানে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের প্রধান বিপণন কর্মকর্তা তানজিন ফেরদৌস আলম বলেন, ‘ফুটস্টেপস বাংলাদেশের এ উদ্যোগের সঙ্গে থাকতে পেরে আমরা সত্যিই খুবই আনন্দিত এবং গর্বিত। এখন থেকে স্কুলের কোমলমতি শিক্ষার্থীরা বার্জার পেইন্টসের রঙে রাঙানো রঙিন একটি পাঠাগারে বসে, বই পড়তে পারবে। এ রকম সুন্দর একটা পরিবেশে যেন শিশুদের কল্পনাশক্তির উন্মেষ হয়, সৃজনী শক্তির বহিঃপ্রকাশ ঘটে, তা নিশ্চিত করাই ছিল বার্জার পেইন্টসের উদ্দেশ্য।’ 

রায়েরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, ‘আমাদের বিদ্যালয়ে মোট শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১ হাজার ২০০। এই শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়ে তোলার মাধ্যমে, স্কুলের পাঠ্যক্রমের বাইরেও নিজেদের চিন্তাভাবনার পরিধি আরও বাড়াতে পাঠাগার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই বার্জার পেইন্টস এবং ফুটস্টেপস বাংলাদেশের এ উদ্যোগকে আমরা স্বাগত জানিয়েছি।’ 

উপজেলা শিক্ষা অফিসার মো. তৌহিদুল ইসলাম বলেন, ‘পাঠাগার মানে শুধুমাত্র বই দিয়ে ভরা একটি কক্ষই না, বরং এটি আবিষ্কারের অপেক্ষায় থাকা বিশাল এক জ্ঞানের ভান্ডার।’ 

ফুটস্টেপস বাংলাদেশের সহ-প্রতিষ্ঠাতা এবং প্রেসিডেন্ট শাহ রাফায়াত চৌধুরী বলেন, ‘বৃত্ত শিশু পাঠাগারের মাধ্যমে আমরা শিশুদের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক স্থান তৈরি করতে চাই, যেখানে শিশুরা তাদের সৃজনশীল সত্তাকে নতুনভাবে আবিষ্কার করতে পারবে এবং জ্ঞান ও গল্পের সৃজনশীল পৃথিবীতে ডুবে থাকতে পারবে।’ 

ফুটস্টেপস বাংলাদেশের প্রধানতম প্রজেক্টগুলোর একটি ‘প্রোজেক্ট বৃত্ত’। এর মাধ্যমে সংস্থাটি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত বা অব্যবহৃত স্থানগুলোকে নতুন রূপ দিতে চায় এবং স্কুল পাঠাগারগুলোকে সৃজনশীল শিক্ষার কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চায়।

মিডিয়াকমের ব্যাডমিন্টন টুর্নামেন্টের শিরোপা পেল নিউজ ২৪

এনআরবি ব্যাংকের বার্ষিক ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সাউথইস্ট ব্যাংকের ‘বিজনেস পলিসি ও প্ল্যানিং কনফারেন্স’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন শুরু

ইবিএল প্রধান কার্যালয়ে ‘আর্থিক তথ্য প্রকাশ’ বিষয়ে কর্মশালা

ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের ‘পার্টনার্স টুগেদার’ সম্মেলন অনুষ্ঠিত

জুলস পাওয়ারের এমডি প্রয়াত নুহের লতিফকে বনানীতে সমাহিত

অনূর্ধ্ব-১৯ নারী টি-২০ বিশ্বকাপ বিনা মূল্যে দেখা যাবে টফিতে

পর্দা নামল ২৩তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক প্রদর্শনীর

উচ্চ মূল্যস্ফীতির মধ্যে ভ্যাট ও শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত অপরিণামদর্শী: বিএনপি

সেকশন