হোম > অর্থনীতি

ফের রিজার্ভ চুরির খবরটি ভুয়া: বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ ব্যাংক থেকে রিজার্ভ চুরি করেছে ভারতীয় হ্যাকাররা। চলতি মাসে ডিজিটাল উপায়ে বাংলাদেশ ব্যাংক থেকে কয়েক বিলিয়ন ডলার চুরির খবর প্রকাশ করেছে ভারতীয় নিউজ পোর্টাল নর্থইস্ট নিউজ। তবে ওই পোর্টালে প্রকাশিত প্রতিবেদনের খবর ভিত্তিহীন বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক। তিনি গণমাধ্যমকে বলেছেন, এটি সম্পূর্ণ ভুয়া খবর। 

মঙ্গলবার (১৪ মে) বাংলাদেশ ব্যাংকের পক্ষে এক বিবৃতিতে বলা হয়েছে, নতুন করে রিজার্ভ চুরি নিয়ে সংবাদ প্রকাশ করেছে ভারতীয় একটি পত্রিকা। এটি একটি সম্পূর্ণ ভুয়া খবর। আমাদের এখন ফেডের সঙ্গে তিন স্তরের নিশ্চিতকরণ নীতি রয়েছে এবং লেনদেনের নিয়মিত পর্যবেক্ষণ রয়েছে। 

মঙ্গলবার ‘চলতি মাসে বাংলাদেশ ব্যাংকের কোটি কোটি ডলার চুরির পেছনে কী ভারতীয় হ্যাকাররা জড়িত?’ শীর্ষক শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে ‘নর্থইস্ট নিউজ’। এই প্রতিবেদনে ফের রিজার্ভ চুরি যাওয়ার চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করা হয়। 

নর্থইস্ট নিউজের প্রতিবেদনে বলা হয়, অজ্ঞাতপরিচয় সন্দেহভাজন ভারতীয় হ্যাকাররা ডিজিটাল উপায়ে প্রায় এক সপ্তাহ আগে বাংলাদেশ ব্যাংক থেকে কয়েক বিলিয়ন ডলার চুরি করেছে। দুই দেশের নিরাপত্তা সংস্থাগুলো ‘চাঞ্চল্যকর’ চুরির বিষয়ে অবগত এবং তারা নীরবে এ ঘটনার তদন্ত করছে। 

এতে আরও বলা হয়, এমন একটি সময়ে বাংলাদেশ ব্যাংকে হ্যাকিংয়ের ঘটনা ঘটেছে, যখন বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ তলানিতে। কিছু কর্মকর্তা সন্দেহ করছেন, রিজার্ভ চুরির পরিমাণ ‘এক অঙ্কের’ হতে পারে। এটি অন্যান্য সমস্যার সঙ্গে আমদানি বিল নিষ্পত্তিতে ‘চরম অসুবিধা’ সৃষ্টি করতে পারে। 

এদিকে বাংলাদেশ ব্যাংকে গত ১৩ মে নিট রিজার্ভ ছিল ১৩ দশমিক ২২ বিলিয়ন ডলার। গত দেড় মাস ধরে বাংলাদেশ ব্যাংকের সদর দপ্তরে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে বলেও এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 

নর্থইস্ট নিউজের প্রতিবেদনে আরও বলা হয়, আট বছরে এই দ্বিতীয়বারের মতো বাংলাদেশ ব্যাংকের সিস্টেমে হ্যাকাররা ঢুকে ব্যাপক আর্থিক ক্ষতি করেছে। এর আগে ২০১৬ সালে ফিলিপাইনের হ্যাকাররা ৮১ মিলিয়ন ডলার চুরি করে। তখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান এবং সরকারি কর্মকর্তারা ‘সফলভাবে’ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা গোপন রেখেছিলেন প্রায় এক মাস। তখনো সাংবাদিকদের কাছে রিজার্ভ চুরির ঘটনা ভুয়া দাবি করেছিল কেন্দ্রীয় ব্যাংক। তবে গত সোমবার ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে গভর্নর আব্দুর রউফ তালুকদারের রুদ্ধদার বৈঠক নিয়ে চাঞ্চল্য দেখা দিয়েছে। সেই সঙ্গে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা বাড়তি আতঙ্ক ছড়াচ্ছে বলে কেন্দ্রীয় ব্যাংকের একাধিক কর্মকর্তারা জানিয়েছেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের প্রয়োগ নিশ্চিত করতে হবে: বাণিজ্য উপদেষ্টা

ভরসার বিমায় হতাশার ছায়া

মিডিয়াকমের ব্যাডমিন্টন টুর্নামেন্টের শিরোপা পেল নিউজ ২৪

এনআরবি ব্যাংকের বার্ষিক ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সাউথইস্ট ব্যাংকের ‘বিজনেস পলিসি ও প্ল্যানিং কনফারেন্স’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন শুরু

ইবিএল প্রধান কার্যালয়ে ‘আর্থিক তথ্য প্রকাশ’ বিষয়ে কর্মশালা

ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের ‘পার্টনার্স টুগেদার’ সম্মেলন অনুষ্ঠিত

জুলস পাওয়ারের এমডি প্রয়াত নুহের লতিফকে বনানীতে সমাহিত

অনূর্ধ্ব-১৯ নারী টি-২০ বিশ্বকাপ বিনা মূল্যে দেখা যাবে টফিতে

সেকশন