হোম > অর্থনীতি

পুতিনের হাতে ব্রিকসের নমুনা নোট, একপিঠে বাংলাদেশের পতাকা

অনলাইন ডেস্ক

ব্রিকসের নতুন নোট হাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: সংগৃহীত

উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসের নতুন নোট সামনে এসেছে। গত বৃহস্পতিবার রাশিয়ার কাজানে শহরে ব্রিকস শীর্ষ সম্মেলন শেষ হওয়ার পরপরই নোটটি সামনে আসল। এরই মধ্যে এই নোট হাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

রুশ বার্তা সংস্থা স্পুটনিক এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, প্রাথমিকভাবে ‘১০০ ব্রিকস’ মূল্যের এক হাজারটি নোট ছাপা হয়েছে। রাশিয়ার ভ্লাদিমির অঞ্চলের কিরজাচ শহরে নোটগুলো ছাপা হয়। রাশিয়ার কাজানে জোটটির শীর্ষ সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এই প্রতীকী ব্রিকস নোট উপহার দেওয়া হয়।

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ২০২৩ সালের ব্রিকস শীর্ষ সম্মেলনে এই নোট প্রচলনর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

ডলারের আধিপত্য ঠেকাতে বিকল্প আনছে ব্রিকস জোট

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, নোটটি ‘কোয়াজি মানি’ বা সহজে নগদায়নযোগ্য। এটি ব্রিকস সদস্য রাষ্ট্রগুলোর পারস্পরিক সহযোগিতার প্রতীক।

নতুন এই নোটটির সামনের দিকে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকার জাতীয় পতাকা এবং ঐতিহ্যর প্রতীক রয়েছে। এর পেছনের অংশে নতুন সদস্য মিশর, ইথিওপিয়া, ইরান এবং সংযুক্ত আরব আমিরাতসহ সম্ভাব্য অংশীদারদের পতাকা এবং নাম হয়েছে। নোটটির সমস্ত অঙ্কন হস্তখচিত।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ছড়িয়ে পড়া ব্রিকসের নতুন এই নোটের পেছনের অংশে বাংলাদেশের পতাকাও দেখা গেছে। তবে পতাকাটি বাংলাদেশের মানচিত্রখচিত, যেটি মহান মুক্তিযুদ্ধের সময়ের।

কিরজাচ টাইপোগ্রাফি জেএসসের প্রতিষ্ঠাতা ও মালিক ইয়েভজেনি ফিদোরভ এর মুদ্রণ করেছেন। এই নোটটি বৈশ্বিক সহযোগিতা ও বহুমুখীতার জন্য ‘হৃদয়গ্রাহী সমর্থনের’ প্রতীক হিসাবে ব্রিকস সভায় একটি উপহার ছিল। সম্মেলনে ব্রিকস সদস্যরাও একে সমর্থন করেছেন।

নোটটি হাতে আঁকা ও উদীয়মান বহুমুখী বিশ্বের প্রতীক উল্লেখ করে ফিওদোরভ বলেছেন, নোটের সামনের অংশে বৃত্তের মাঝে ব্রিকস সদস্য রাষ্ট্রগুলোর পতাকা সমতার প্রতীক। রুশ ব্যাংক নোটের মতো ব্রিকস নোটও জাল করা সম্ভব নয় বলে দাবি করেছেন তিনি।

এই নোটের ডিজাইন করেছেন ইউরি ইয়ারমাকভ। তিনি বিভিন্ন দেশের ১০ টিরও বেশি মুদ্রার নকশা করেছেন। আশির দশকে তিনি ইরাকি দিনারে সাদ্দাম হোসেন ও ভিয়েতনামের মুদ্রা ‘ডং’-এ বিপ্লবী হো চি মিনের প্রতিকৃতি এঁকেছিলেন।

পুতিন এর আগে বলেছিলেন, একক ব্রিকস মুদ্রা তৈরির বিষয়টি জোটের টেবিলে নেই। এ বিষয়ে সাবধানতার সঙ্গে সিদ্ধান্ত নেওয়া হবে।

ভরসার বিমায় হতাশার ছায়া

মিডিয়াকমের ব্যাডমিন্টন টুর্নামেন্টের শিরোপা পেল নিউজ ২৪

এনআরবি ব্যাংকের বার্ষিক ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সাউথইস্ট ব্যাংকের ‘বিজনেস পলিসি ও প্ল্যানিং কনফারেন্স’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন শুরু

ইবিএল প্রধান কার্যালয়ে ‘আর্থিক তথ্য প্রকাশ’ বিষয়ে কর্মশালা

ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের ‘পার্টনার্স টুগেদার’ সম্মেলন অনুষ্ঠিত

জুলস পাওয়ারের এমডি প্রয়াত নুহের লতিফকে বনানীতে সমাহিত

অনূর্ধ্ব-১৯ নারী টি-২০ বিশ্বকাপ বিনা মূল্যে দেখা যাবে টফিতে

পর্দা নামল ২৩তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক প্রদর্শনীর

সেকশন