Ajker Patrika
হোম > অর্থনীতি

স্বর্ণের দাম লাখ টাকার নিচে নামল

অনলাইন ডেস্ক

স্বর্ণের দাম লাখ টাকার নিচে নামল

দেশের বাজারে ভরিতে স্বর্ণের দাম লাখ টাকার নিচে নামল। এখন ১ হাজার ৭৫০ টাকা কমে ৯৯ হাজার ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম কমে যাওয়ার পরিপ্রেক্ষিতে দাম কমানো হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। 

আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে নতুন দাম নির্ধারণের কথা জানায় বাজুস। এ দাম আগামীকাল শুক্রবার থেকে কার্যকর হবে বলেও জানানো হয়।

গত ২০ জুলাই দেশের ইতিহাসে রেকর্ড দাম বাড়ে স্বর্ণের। তখন সবচেয়ে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৩৩৩ টাকা বাড়িয়ে ১ লাখ ৭৭৭ টাকা করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমেছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে, যা শুক্রবার থেকে কার্যকর হবে। 

নতুন মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৩৮০৩৮ গ্রাম) স্বর্ণের দাম ১ হাজার ৭৫০ টাকা কমিয়ে ৯৯ হাজার ২৫ টাকা করা হয়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৬৩৩ টাকা কমিয়ে ৯৪ হাজার ৫৯৩ টাকা করা হয়েছে। 

আর ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৪০৪ টাকা কমিয়ে ৮১ হাজার ৬৩ টাকা করা হয়েছে। আর সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ১৬৬ টাকা কমিয়ে ৬৭ হাজার ৫৩৩ টাকা করা হয়েছে। 

স্বর্ণের দাম কমলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ১ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের রুপা ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের রুপা ১ হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ১ হাজার ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।

এর আগে গত মে থেকে জুন মাসের মধ্যে কয়েক দফা দাম বাড়িয়ে প্রতি ভরি স্বর্ণের দাম লাখ টাকার বেশি করা হয়। সর্বশেষ গত ২০ জুলাই সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৩৩৩ টাকা বাড়িয়ে ১ লাখ ৭৭৭ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দুই হাজার ২৭৫ টাকা বাড়িয়ে ৯৬ হাজার ২২৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ৯২৪ টাকা বাড়িয়ে ৮২ হাজার ৪৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরিতে এক হাজার ৫৭৫ টাকা বাড়িয়ে ৬৮ হাজার ৭০১ টাকা করা হয়।

‘বেস্ট ফিনটেক ইনোভেশন’ অ্যাওয়ার্ড পেল বিকাশ ও হুয়াওয়ে

যে মিশন নিয়ে নেমেছি, তা থেকে এক চুলও নড়ব না: বিএসইসির চেয়ারম্যান

বিএসইসির চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে বিক্ষোভে বিনিয়োগকারীরাও

চেয়ারম্যান-কমিশনারের পদত্যাগের দাবিতে বিএসইসিতে কর্মবিরতি

ব্যাংক খাতের খেলাপি ঋণ: প্রতিশ্রুতি ও বাস্তবতায় বিশাল ফারাক

কেনাকাটার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে দারাজ বাংলাদেশ নিয়ে এলো ‘চয়েস’

বাঘাবাড়ী নৌপথে নাব্যতা-সংকট

ব্যাংক এশিয়ায় আর্থিক সাক্ষরতা দিবস— ২০২৫ পালন

ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ফরিদপুরের কলেজ শিক্ষার্থী রাসেল ফকির

প্রান্তিক কৃষকদের আর্থিক সেবা দেবে পেট্রোকেম ও ব্র্যাক ব্যাংক