বেসিক ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং সিইও হিসাবে দায়িত্ব পেয়েছেন মো. আনিসুর রহমান। তাকে আগামী তিন বছরের জন্য এই দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে আনিসুল ইসলাম অগ্রণী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ১৯৮৮ সালে ব্যাংকের চাকরিতে যোগদান করেন।
সুদীর্ঘ চাকরী জীবনে তিনি শাখা ব্যবস্থাপক, অঞ্চল প্রধান, সার্কেল প্রধান ও বিভাগীয় প্রধান হিসেবে কৃতিত্ব ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন।
এ ছাড়া তিনি অগ্রণী ইক্যুইটি অ্যান্ড ইনভেস্টমেন্টের সিইও হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। তিনি দেশে-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচীতেও অংশগ্রহণ করেন। তিনি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ- এর একজন ডিপ্লোমেট অ্যাসোসিয়েটস (ডিএআইবিবি)।