Ajker Patrika
হোম > অর্থনীতি

শুল্ক সুবিধার সময় শেষ হওয়ায় হিলি বন্দর দিয়ে চাল আমদানি বন্ধ

হিলি স্থল বন্দর প্রতিনিধি

শুল্ক সুবিধার সময় শেষ হওয়ায় হিলি বন্দর দিয়ে চাল আমদানি বন্ধ

শুল্ক সুবিধার সময় শেষ হওয়ায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি বন্ধ হয়ে গেছে। গত ৩০ অক্টোবর থেকে বন্দর দিয়ে চাল আমদানি বন্ধ রয়েছে। নতুন করে কেউ চাল আমদানি করলে শুল্ক সুবিধা পাবে না। তবে কোনো ব্যবসায়ী ভারত থেকে চাল আমদানি করতে চাইলে আগের ন্যায় ৬২ শতাংশ শুল্ক পরিশোধ করে চাল আমদানি করতে হবে। সরকার প্রথম ও দ্বিতীয় পর্যায়ে শুল্ক সুবিধা দিয়ে যেসব ব্যবসায়ীকে চাল আমদানির অনুমতিপত্র দিয়েছিল তা ৩০ অক্টোবর শেষ হয়েছে। 

চালের বাজার ঊর্ধ্বমুখী হওয়ার কারণে সাধারণ ক্রেতাদের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে ও চালের বাজার নিয়ন্ত্রণে রাখার জন্য বেসরকারি পর্যায়ে শুল্ক সুবিধা দিয়ে চাল আমদানির সিদ্ধান্ত নেয় সরকার। সরকারের সিদ্ধান্ত মোতাবেক চাল আমদানি করতে ইচ্ছুক আমদানিকারক ব্যবসায়ীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়। সেই দরখাস্তের আলোকে প্রথম পর্যায়ে বেশ কিছু আমদানিকারককে চাল আমদানির এলোট দিয়ে অনুমতি দেওয়া হয়। শর্ত দেওয়া হয়, চাল আমদানির প্রতিষ্ঠানগুলোকে ১ থেকে ২৫ আগস্টের মধ্যে চাল আমদানি করতে হবে। দ্বিতীয় পর্যায়ে সেপ্টেম্বর মাসে দ্বিতীয় দফায় আরও বেশ কিছু আমদানিকারককে চাল আমদানির শুল্ক সুবিধা দিয়ে অনুমতি দেওয়া হয়। দ্বিতীয় পর্যায়ে যেসব আমদানিকারক ভারত থেকে চাল আমদানির অনুমতি পেয়েছেন তাঁদের শর্ত দেওয়া হয়েছিল ৩০ অক্টোবরের মধ্যে তাঁদের চাল আমদানি করতে হবে। ৩০ অক্টোবরের পর কেউ ভারত থেকে চাল আমদানি করতে চাইলে তাঁদের ৬২ শতাংশ শুল্ক পরিশোধ করতে হবে। 

এদিকে দেশের বিভিন্ন অঞ্চলে ধান কাটা ও মাড়াই শুরু হওয়ায় দেশের কৃষকেরা যাতে ধানচালের ন্যায্য মূল্য পান, সে লক্ষ্যে সরকারও ভারত থেকে নতুন করে চাল আমদানির বিষয়ে আগ্রহ প্রকাশ করছে না। সরকারের আগ্রহ না থাকায় নতুন করে চাল আমদানির সময়সীমা ও বাড়ায়নি সরকার। 

হিলি স্থলবন্দরের চাল আমদানিকারক ব্যবসায়ী রাজিব কুমার ও মুশফিকুর রহমান জানান, বর্তমানে দেশের ধান কাটা ও মাড়াই শুরু হয়েছে। ভারতীয় চালের চাহিদা এমনিতেই কম। ভারত থেকে যে পরিমাণ চাল বন্দর দিয়ে আমদানি হয়েছে, তারই বেচাকেনা নেই। প্রতিটা আমদানিকারকের গোডাউনে চাল রয়েছে। 

আমদানিকারকেরা ক্রেতার অভাবে চাল বিক্রি করতে পারছেন না। দেশি ধান পুরোদমে কাটা ও মাড়াই শুরু হলে চালের দাম এমনিতেই কমে আসবে। ভারতে চালের গাড়ি আটকা রয়েছে কি না, এ বিষয়ে তাদের কাছে জানতে চাইলে তারা জানায়, খুব বেশি চালের গাড়ি ভারতে আটকা নেই। বন্ধের তিন দিনের মধ্যে ভারতে পাইপলাইনে আটকে থাকা প্রায় সব চালের গাড়ি দেশে চলে এসেছে। বন্দরে বেশ কিছু চালের গাড়ি রয়েছে খালাসের অপেক্ষায়। দুই-এক দিনের মধ্যে বন্দর থেকে চাল খালাস করে নেবে আমদানিকারকেরা। 

পানামা হিলি পোর্টের জনসংযোগ কর্মকর্তা প্রতাপ মল্লিক জানান, হিলি স্থলবন্দর দিয়ে বর্তমানে ভারত থেকে চাল আমদানি বন্ধ রয়েছে। ২৯ অক্টোবর পর্যন্ত ভারত থেকে চালের গাড়ি দেশে প্রবেশ করেছে। ৩১ অক্টোবর কোনো চালের গাড়ি দেশে প্রবেশ করেনি। বন্দরে কিছু চালের গাড়ি রয়েছে। ব্যবসায়ীরা সেগুলো খালাস করে নিয়ে যাচ্ছেন। 

বিক্ষোভের পর বিএসইসির ১৬ কর্মকর্তাকে ধরতে অভিযানে পুলিশ

ঢাকাস্থ বৃহত্তর কাশিনাথপুর সোসাইটি এর আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

আন্তর্জাতিক নারী দিবসে প্রাভা হেলথ নেতৃত্বদানকারী নারীদের উদ্‌যাপন

সিটি ব্যাংক ও ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর

বিজিএমইএর নির্বাচন ২৮ মে, তফসিল ঘোষণা

ক্রিপ্টোকারেন্সি রিজার্ভ নিয়ে ট্রাম্পের বৈঠক, নীতি ও নিরাপত্তা চান ব্যবসায়ীরা

ধানমন্ডিতে বিশ্বের সবচেয়ে বড় ক্রাফট স্টোর উন্মোচন করল আড়ং

অপো এ৫ প্রো–এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর মেহেদী মিরাজ

ক্রিপ্টোকারেন্সির রিজার্ভ তৈরির নির্বাহী আদেশে ট্রাম্পের স্বাক্ষর

পাল্টাপাল্টি শুল্ক: কানাডা-মেক্সিকো নিয়ে সিদ্ধান্তে স্থির থাকছেন না ট্রাম্প