হোম > অর্থনীতি

আয়কর রিটার্ন জমার সময় বাড়তে পারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়তে পারে। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই ও ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের আবেদনের পরিপ্রেক্ষিতে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর বিষয়টি পর্যালোচনা করছে বলে জানা গেছে। শেষ পর্যন্ত এনবিআর যদি সময় বাড়ানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেয়, তাহলে তা এক মাস বাড়তে পারে বলে জানান সংশ্লিষ্টরা।

নতুন আয়কর আইনের পরিপত্র বিলম্বে প্রকাশ করা, বর্তমানে হরতাল-অবরোধের রাজনৈতিক পরিস্থিতি এবং আসন্ন জাতীয় নির্বাচনের কারণে এফবিসিসিআই ও ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন রিটার্ন জমার সময় বাড়ানোর আবেদন করে। এফবিসিসিআই আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এক মাস এবং ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন দুই মাস সময় বাড়ানোর দাবি করেছে।

তবে সময় বাড়বে কি না এটি সংবেদনশীল বিষয় হওয়ায় তা সাধারণত একা এনবিআর সিদ্ধান্ত নেয় না। এ ক্ষেত্রে সরকারের শীর্ষ মহলের সম্মতির বিষয় থাকে। তাই ব্যবসায়ী ও কর আইনজীবীরা আবেদন করলেও এখনো সিদ্ধান্ত নেয়নি সংস্থাটি। আয়কর বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, বিষয়টি কতটা যুক্তিসঙ্গত তা পর্যালোচনা করা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি সাড়া দেওয়ার মতো মনে করে, তবে সময় বাড়তে পারে। তিনি মনে করেন, মানুষের জন্যই সবকিছু। সরকার চায় কর আদায় করতে। এতে যদি সময় বাড়িয়ে সুফল মেলে, তাহলে সেটি করা হতে পারে।

জানা যায়, সিদ্ধান্ত এলেও তা হবে একেবারে শেষ সময়ে। হয়তো ৩০ নভেম্বরের ঠিক আগমুহূর্তে সিদ্ধান্ত আসতে পারে।

মিডিয়াকমের ব্যাডমিন্টন টুর্নামেন্টের শিরোপা পেল নিউজ ২৪

এনআরবি ব্যাংকের বার্ষিক ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সাউথইস্ট ব্যাংকের ‘বিজনেস পলিসি ও প্ল্যানিং কনফারেন্স’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন শুরু

ইবিএল প্রধান কার্যালয়ে ‘আর্থিক তথ্য প্রকাশ’ বিষয়ে কর্মশালা

ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের ‘পার্টনার্স টুগেদার’ সম্মেলন অনুষ্ঠিত

জুলস পাওয়ারের এমডি প্রয়াত নুহের লতিফকে বনানীতে সমাহিত

অনূর্ধ্ব-১৯ নারী টি-২০ বিশ্বকাপ বিনা মূল্যে দেখা যাবে টফিতে

পর্দা নামল ২৩তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক প্রদর্শনীর

উচ্চ মূল্যস্ফীতির মধ্যে ভ্যাট ও শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত অপরিণামদর্শী: বিএনপি

সেকশন