হোম > অর্থনীতি

আয়কর রিটার্ন জমার সময় বাড়তে পারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়তে পারে। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই ও ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের আবেদনের পরিপ্রেক্ষিতে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর বিষয়টি পর্যালোচনা করছে বলে জানা গেছে। শেষ পর্যন্ত এনবিআর যদি সময় বাড়ানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেয়, তাহলে তা এক মাস বাড়তে পারে বলে জানান সংশ্লিষ্টরা।

নতুন আয়কর আইনের পরিপত্র বিলম্বে প্রকাশ করা, বর্তমানে হরতাল-অবরোধের রাজনৈতিক পরিস্থিতি এবং আসন্ন জাতীয় নির্বাচনের কারণে এফবিসিসিআই ও ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন রিটার্ন জমার সময় বাড়ানোর আবেদন করে। এফবিসিসিআই আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এক মাস এবং ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন দুই মাস সময় বাড়ানোর দাবি করেছে।

তবে সময় বাড়বে কি না এটি সংবেদনশীল বিষয় হওয়ায় তা সাধারণত একা এনবিআর সিদ্ধান্ত নেয় না। এ ক্ষেত্রে সরকারের শীর্ষ মহলের সম্মতির বিষয় থাকে। তাই ব্যবসায়ী ও কর আইনজীবীরা আবেদন করলেও এখনো সিদ্ধান্ত নেয়নি সংস্থাটি। আয়কর বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, বিষয়টি কতটা যুক্তিসঙ্গত তা পর্যালোচনা করা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি সাড়া দেওয়ার মতো মনে করে, তবে সময় বাড়তে পারে। তিনি মনে করেন, মানুষের জন্যই সবকিছু। সরকার চায় কর আদায় করতে। এতে যদি সময় বাড়িয়ে সুফল মেলে, তাহলে সেটি করা হতে পারে।

জানা যায়, সিদ্ধান্ত এলেও তা হবে একেবারে শেষ সময়ে। হয়তো ৩০ নভেম্বরের ঠিক আগমুহূর্তে সিদ্ধান্ত আসতে পারে।

সেরা ফিল্ড ফোর্সদের বিশেষ সম্মাননা দিল নগদ

ইনফরমেশন হেল্প ডেস্ক চালু করল ডিএসই

ট্রাভেল ও ট্যুরিজম অ্যাওয়ার্ড: লিড স্পনসর ‘গ্যালাক্সি’, হসপিটালিটি পার্টনার ইন্টারকন্টিনেন্টাল ঢাকা

ভারত থেকে আসা পণ্যবাহী ট্রাকের চলাচল নজরদারি করবে এনবিআর

ওয়ালটনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নজরুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত

রেমিট্যান্স সংগ্রহে অভাবনীয় সাফল্য অর্জন জনতা ব্যাংকের

রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেয়েছে ইসলামী ব্যাংক

২০ কোটি টাকার বেশি সব ঋণ ফের যাচাই করা হবে: গভর্নর

একীভূত পাঁচ ব্যাংকের নামের সাইনবোর্ড বদলাচ্ছে আজ-কালের মধ্যেই: গভর্নর

সীমাবদ্ধতার মাঝেও সাফল্যের গল্প