২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে দুর্নীতি দমন কমিশনের (দুদক) জন্য ১৮৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে এই বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
এ বছরের বাজেটে গত বছরের চেয়ে ৮ কোটি টাকা বেশি বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এর আগে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে দুদকের জন্য বরাদ্দ ছিল ১৭৮ কোটি টাকা। যেখানে সংশোধিত বাজেটে ১৪৪ কোটি টাকা বরাদ্দ নির্ধারণ করা হয়।
আজ বৃহস্পতিবার বেলা ৩টায় বাজেট বক্তৃতা শুরু করেন অর্থমন্ত্রী।
এর আগে এই বাজেট অনুমোদন দেয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে দুপুরে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হয়।