হোম > অর্থনীতি

রূপালী ব্যাংকের ৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা 

নিজস্ব প্রতিবেদক

শেয়ারবাজারে তালিকাভুক্ত সরকারি মালিকানাধীন রূপালী ব্যাংক পিএলসি ৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে। গতকাল শনিবার ব্যাংকটির পরিচালনা পর্ষদ ২০২৩ সালের সমাপ্ত অর্থ বছরের জন্য এ লভ্যাংশ প্রদানের সিদ্ধান্ত নেয়। এর আগে বৃহস্পতিবার ডিএসইতে লভ্যাংশ প্রদান সংক্রান্ত সিদ্ধান্ত পুনর্বিবেচনার বোর্ড সভার তারিখ জানানো হয়। 

ইতিপূর্বে ২০২৩ সাল অর্থ বছর শেষে ব্যাংকটির শেয়ার প্রতি সমন্বিত আয় ঘোষণা করা হয় ১.৩৫ টাকা। এ দিকে গত ৩০ মে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ব্যাংকটির আগের হিসাব বছরের তুলনায় প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে ২৯ শতাংশ। 

২০২৪ সালের জানুয়ারি-মার্চ তিন মাসে ব্যাংকটির সমন্বিতভাবে ইপিএস হয়েছে ৪৯ পয়সা যা গত বছরের একই সময়ে ইপিএস ছিল ৩৮ পয়সা। এককভাবে প্রথম প্রান্তিকে ইপিএস বেড়েছে ৪৪ পয়সা যা গত বছরের একই সময়ে ছিল ৩০ পয়সা। সে হিসেবে এককভাবে ব্যাংকটির আলোচ্য সময়ে ইপিএস বেড়েছে ৪৬ শতাংশ। 

 ২০২৪ সালের ৩১ মার্চ সমাপ্ত সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৭.০৭ টাকা। ২০২২ সালে ব্যাংকটি বিনিয়োগকারীদের কোনো ধরনের লভ্যাংশ প্রদান করেনি। 

 ২০২৩ সালে ৫৫০ কোটি টাকা খেলাপি ঋণ আদায়ের ঘটনা ঈর্ষণীয় ও অনুকরণীয় অবস্থানে নিয়েছে ব্যাংকটিকে। অবলোপনকৃত খেলাপি ঋণ থেকে চলতি বছরে ৪০ কোটি টাকা আদায় এখন ব্যাংক খাতে চর্চিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। 

পাশাপাশি এক বছরে ৮ লাখ নতুন ব্যাংক হিসাব খুলে রেকর্ড সৃষ্টির মাধ্যমে তাক লাগিয়েছে রূপালী ব্যাংক। গত ২ বছরে ব্যাংকটিতে করপোরেট সুশাসন ফিরে আসায় ঘুরে দাঁড়িয়েছে ব্যাংকটি।

সেরা ফিল্ড ফোর্সদের বিশেষ সম্মাননা দিল নগদ

ইনফরমেশন হেল্প ডেস্ক চালু করল ডিএসই

ট্রাভেল ও ট্যুরিজম অ্যাওয়ার্ড: লিড স্পনসর ‘গ্যালাক্সি’, হসপিটালিটি পার্টনার ইন্টারকন্টিনেন্টাল ঢাকা

ভারত থেকে আসা পণ্যবাহী ট্রাকের চলাচল নজরদারি করবে এনবিআর

ওয়ালটনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নজরুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত

রেমিট্যান্স সংগ্রহে অভাবনীয় সাফল্য অর্জন জনতা ব্যাংকের

রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেয়েছে ইসলামী ব্যাংক

২০ কোটি টাকার বেশি সব ঋণ ফের যাচাই করা হবে: গভর্নর

একীভূত পাঁচ ব্যাংকের নামের সাইনবোর্ড বদলাচ্ছে আজ-কালের মধ্যেই: গভর্নর

সীমাবদ্ধতার মাঝেও সাফল্যের গল্প