নিজস্ব প্রতিবেদক, ঢাকা
করদাতাদের জন্য রিটার্ন দাখিল ও কর পরিপালন সহজ করতে অনলাইন রিটার্ন দাখিল সিস্টেম চালু হওয়ার পর ১৮ দিনে (৯–২৬ সেপ্টেম্বর পর্যন্ত) অনলাইনে ৩৪ হাজার আয়কর রিটার্ন দাখিল করা হয়েছে। আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এনবিআরের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ. মু’মেন এই তথ্য নিশ্চিত করেন।
রিটার্ন দাখিল ও কর পরিপালন সহজ করতে করদাতাদের জন্য উন্মুক্ত করা হয়েছে অনলাইন রিটার্ন বা ই-রিটার্ন দাখিল পদ্ধতি। ৯ সেপ্টেম্বর থেকে অনলাইনে দাখিল করা যাচ্ছে রিটার্ন।
এনবিআর জানায়, জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইট ব্যবহার করে ব্যক্তিশ্রেণির করদাতারা সহজেই নিজের রিটার্ন তৈরি করে অনলাইনে দাখিল করতে পারছেন। স্বতঃস্ফূর্ত ও উৎসাহিত করদাতারা ২৬ সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ৩৪ হাজার আয়কর রিটার্ন দাখিল করেছেন।
যেসব করদাতা সফলভাবে রিটার্ন দাখিল করেছেন, তাঁদের জাতীয় রাজস্ব বোর্ডের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।
উল্লেখ্য, ৯ সেপ্টেম্বর থেকে করদাতাদের জন্য অনলাইন রিটার্ন দাখিল সিস্টেমটি উন্মুক্ত করা হয়।