হোম > অর্থনীতি

পদত্যাগে বাধ্য হওয়া ব্যাংকারদের চাকরিতে পুনর্বহালের দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

করোনা মহামারীকালে নানা অজুহাতে পদত্যাগে বাধ্য হওয়া এবং ছাঁটাইয়ের শিকার ব্যাংক কর্মকর্তাদের চাকরিতে পুনর্বহালের দাবি জানানো হয়েছে। 

আজ সোমবার বাংলাদেশ ব্যাংকের সামনে এক মানববন্ধন থেকে এ দাবি জানান চাকরিচ্যুত কর্মকর্তারা। পরে মানববন্ধন শেষে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরকে চিঠি দিয়েছেন তারা। 

মানববন্ধনে বলা হয়, করোনার সময়ে বিভিন্ন বেসরকারি ব্যাংক তার কর্মীদের চাকরিচ্যুত বা পদত্যাগে বাধ্য করে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায়ও তাদের পুনর্বহালের কথা বলা হয়। এ নিয়ে ব্যাংকারদের পক্ষে হাইকোর্টও রুল জারি করেছেন। তবে বাংলাদেশ ব্যাংক ও হাইকোর্টের নির্দেশনার প্রায় ৩ বছর হলেও একজন ব্যাংকারকেও চাকরিতে পুনর্বহাল করা হয়নি। এসময় তারা বৈষম্যবিরোধী আচরণ দূর করে দ্রুত চাকরিতে পুনর্বহালের দাবি জানান। 

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, করোনাকালীন ২০২০ সালের পহেলা জানুয়ারি থেকে ২০২১ সালের ৯ আগস্ট পর্যন্ত বেসরকারি ছয় ব্যাংকের তিন হাজার ৩১৩ কর্মকর্তা-কর্মচারী চাকরি ছেড়েছেন। 

বাংলাদেশ ব্যাংকের পরিপত্রে বলা হয়, ব্যাংক যেন ইচ্ছামাফিক কর্মকর্তা-কর্মচারী ছাঁটাই করতে না পারে, সে বিষয়ে নির্দেশনা রয়েছে। সম্প্রতি কিছুসংখ্যক ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ পাওয়া গেছে, সুনির্দিষ্ট ও প্রমাণিত কোনো অভিযোগ না থাকা সত্ত্বেও করেনাকালীন শুধু লক্ষ্যমাত্রা অর্জন না করা বা অদক্ষতার অজুহাতে কর্মকর্তা-কর্মচারীদের চাকরিচ্যুত করা হয় এবং চাকরি থেকে পদত্যাগে বাধ্য করা হয়। কোনো কোনো ক্ষেত্রে পদত্যাগ করার পর কর্মকর্তা-কর্মচারীদের প্রাপ্য আর্থিক সুবিধা প্রদান করা হচ্ছে না, যা নির্দেশনার পরিপন্থী।

সেরা ফিল্ড ফোর্সদের বিশেষ সম্মাননা দিল নগদ

ইনফরমেশন হেল্প ডেস্ক চালু করল ডিএসই

ট্রাভেল ও ট্যুরিজম অ্যাওয়ার্ড: লিড স্পনসর ‘গ্যালাক্সি’, হসপিটালিটি পার্টনার ইন্টারকন্টিনেন্টাল ঢাকা

ভারত থেকে আসা পণ্যবাহী ট্রাকের চলাচল নজরদারি করবে এনবিআর

ওয়ালটনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নজরুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত

রেমিট্যান্স সংগ্রহে অভাবনীয় সাফল্য অর্জন জনতা ব্যাংকের

রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেয়েছে ইসলামী ব্যাংক

২০ কোটি টাকার বেশি সব ঋণ ফের যাচাই করা হবে: গভর্নর

একীভূত পাঁচ ব্যাংকের নামের সাইনবোর্ড বদলাচ্ছে আজ-কালের মধ্যেই: গভর্নর

সীমাবদ্ধতার মাঝেও সাফল্যের গল্প