হোম > অর্থনীতি

ঔষধ শিল্প সমিতির সভাপতি মুক্তাদির ও মহাসচিব জাকির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির সভাপতি ও মহাসচিব নির্বাচিত হয়েছেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান আব্দুল মুক্তাদির ও ডেল্টা ফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. জাকির হোসেন। ছবি: সংগৃহীত

আগামী দুই বছরের জন্য বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির। আর মহাসচিব নির্বাচিত হয়েছেন ডেল্টা ফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. জাকির হোসেন।

আজ রোববার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে সমিতি জানিয়েছে, গতকাল শনিবার সমিতির বার্ষিক সাধারণ সভায় কার্যনির্বাহী পরিষদের নির্বাচন হয়। এতে আগামী দুই বছর মেয়াদের ২০ সদস্যের কমিটি নির্বাচিত হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন কমিটিতে কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক ও সিইও মুহাম্মদ হালিমুজ্জামান।

সভায় ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান এম মোসাদ্দেক হোসেন সিনিয়র সহসভাপতি এবং রেনাটা পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ এস কায়সার কবীর সহসভাপতি নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্য সদস্যরা হলেন হাডসন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এম শফিউজ্জামান, গ্লোব ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো. হারুনুর রশীদ, ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ হায়দার হোসেন, সেনেভিয়া ফার্মা পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা এস এ রাব্বুর রেজা, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের (ভ্যাকসিন ডিভিশন) ভাইস চেয়ারম্যান হাসনিন মুক্তাদির, নিপ্রো জেএমআই ফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুর রাজ্জাক, এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও গ্রুপ সিইও সিমিন রহমান, এসিআই লিমিটেডের চিফ অপারেটিং অফিসার এম মহিবুজ্জামান, রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান মো. নাসের শাহরিয়ার জাহেদী, ওয়ান ফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কে এস এম মোস্তাফিজুর রহমান, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের (কেমিক্যাল বিভাগ) নির্বাহী পরিচালক মো. মিজানুর রহমান, দি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের পরিচালক ফাহিম সিনহা, অ্যারিস্টোফার্মা লিমিটেডের পরিচালক আহমেদ ইমতিয়াজ হাসান, জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের (ইউনিট-২) ব্যবস্থাপনা পরিচালক রাফিদুল হক ও মিনারা এপিআই লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক আরাফাত জাহিদ ইবনে শফি।

উন্নয়ন ব্যয়ে ফের ধীরগতি

দশমিনায় মালচিং পদ্ধতিতে করলা ও শসা চাষে সাফল্য

ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের জামানতবিহীন ঋণের সীমা বাড়ল

বিমান পরিবহন ও জ্বালানিতে বিনিয়োগে আগ্রহী যুক্তরাজ্য

রেমিট্যান্সের নামে ৭৩০ কোটি টাকার কর ফাঁকি দিয়েছেন একজন, কার কথা বললেন এনবিআর চেয়ারম্যান

পুঁজিবাজারে কর অব্যাহতি দিলেও কোনো ফল আসে না: এনবিআর চেয়ারম্যান

ভারত ও ভিয়েতনাম থেকে আরও ৩৫ হাজার টন চাল আমদানি

পোশাক রপ্তানিতে ট্রাম্পের শুল্ক এড়াতে যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানির পরিকল্পনা

চীনা কোম্পানি ১ কোটি ডলার বিনিয়োগ আনছে মোংলায়, তৈরি হবে জ্যাকেট, ভেস্ট, হেলমেট

বাড়ল অনলাইন ভ্যাট রিটার্নের সময়সীমা