হোম > অর্থনীতি

‘ক্যাশলেস’ লেনদেনের শর্তে কর অব্যাহতি পেল আইসিটির ১৯ উপখাত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ক্যাশলেস বা নগদবিহীন লেনদেনের শর্তে আরও তিন বছর কর অব্যাহতির সুবিধা পেয়েছে তথ্যপ্রযুক্তি (আইসিটি) খাতের ১৯টি উপখাত। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২৪-২৫ অর্থবছরের জাতীয় বাজেট উত্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। প্রস্তাবিত বাজেটে আইসিটি খাতের জন্য এ ছাড় দেওয়া হয়েছে। 

কর অব্যাহতির সুবিধা পাওয়া উপখাতগুলো হলো—এআই বেজড সল্যুশন ডেভেলপমেন্ট, ব্লকচেইন বেজড সল্যুশন ডেভেলপমেন্ট, রোবোটিক্স প্রসেস আউটসোর্সিং, সফটওয়্যার-অ্যাজ-আ-সার্ভিস, সাইবার সিকিউরিটি সার্ভিস, ডিজিটাল ডেটা অ্যানালিটিক্স ও ডেটা সায়েন্স, মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট সার্ভিস, সফটওয়্যার ডেভেলপমেন্ট ও কাস্টমাইজেশন, সফটওয়্যার টেস্ট ল্যাব সার্ভিস, ওয়েব লিস্টিং, ওয়েবসাইট ডেভেলপমেন্ট ও সার্ভিস, আইটি সহায়তা ও সফটওয়্যার মেইনটেন্যান্স সার্ভিস, জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিস, ডিজিটাল অ্যানিমেশন ডেভেলপমেন্ট ডিজিটাল গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল ডেটা এন্ট্রি ও প্রসেসিং, ই-লার্নিং প্ল্যাটফর্ম ও ই-পাব্লিকেশন, আইসিটি ফ্রিল্যান্সিং, কল সেন্টার সার্ভিস এবং ডকুমেন্ট কনভারশন, ইমেজিং ও ডিজিটাল আর্কাইভিং। 

জানা গেছে, কর অব্যাহতির তালিকায় নতুন করে যুক্ত হয়েছে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্ট (এআই), ব্লকচেইন, রোবটিক্স, সফটওয়্যার অ্যাজ অ্যা সার্ভিস (স্যাস) ও ডেটা সাইয়েন্স। আর কর অব্যাহতির সুবিধা থেকে বাদ পড়েছে ন্যাশনওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক (এনটিটিএন), সিস্টেম ইন্টিগ্রেশন ও ক্লাউড সার্ভিস। বর্তমানে আইসিটি খাতের ২৭টি উপখাত কর অব্যাহতির সুবিধা পেয়ে আসছে। তবে ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে কেবল ১৯ খাতে এই সুবিধা থাকছে। 

এর আগে, সর্বশেষ ২০২০-২১ অর্থবছরে কর অব্যাহতি চার বছরের জন্য বাড়ানো হয়, যার মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩০ জুন। ২০১১ সাল থেকে আইটি সেবার ওপর কর অব্যাহতি দিয়ে আসছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

ট্রাভেল ও ট্যুরিজম অ্যাওয়ার্ড: লিড স্পনসর ‘গ্যালাক্সি’, হসপিটালিটি পার্টনার ইন্টারকন্টিনেন্টাল ঢাকা

ভারত থেকে আসা পণ্যবাহী ট্রাকের চলাচল নজরদারি করবে এনবিআর

ওয়ালটনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নজরুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত

রেমিট্যান্স সংগ্রহে অভাবনীয় সাফল্য অর্জন জনতা ব্যাংকের

রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেয়েছে ইসলামী ব্যাংক

২০ কোটি টাকার বেশি সব ঋণ ফের যাচাই করা হবে: গভর্নর

একীভূত পাঁচ ব্যাংকের নামের সাইনবোর্ড বদলাচ্ছে আজ-কালের মধ্যেই: গভর্নর

সীমাবদ্ধতার মাঝেও সাফল্যের গল্প

আগুনে পুড়ে যাওয়া নোট বদলে অপেক্ষা ৮ সপ্তাহ

সমন্বয়হীনতা ও অবহেলায় থমকে প্রকল্পের কাজ