হোম > অর্থনীতি

২ বছর কর্মস্থলে অনুপস্থিত, চাকরি হারালেন সহকারী রাজস্ব কর্মকর্তা

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

অনুমতি ছাড়া কর্মস্থলে ২ বছর অনুপস্থিত থাকায় চাকরি হারিয়েছেন রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের সহকারী রাজস্ব কর্মকর্তা রাসেল মাহমুদ জুয়েল। গত রোববার তাঁকে চাকরি থেকে অপসারণ করে আদেশ জারি করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এতে সই করেছেন এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান।

এনবিআরের আদেশে বলা হয়, ২০২২ সালের ২১ আগস্ট থেকে এখন পর্যন্ত রাসেল মাহমুদ জুয়েল অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত থেকেছেন। এই অভিযোগে তার বিরুদ্ধে ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা’ ২০১৮ এর বিধি-৩ (গ) অনুযায়ী ‘পলায়ন’ (ডেজারশান)—এর অভিযোগে বিভাগীয় মামলা করা হয়।

২০২৩ সালের জুলাইয়ে অভিযোগনামা ও অভিযোগ বিবরণী জুয়েলের বর্তমান ও স্থায়ী ঠিকানায় রেজিষ্টার্ড ডাক যোগে প্রেরণ করা হলেও তা ফেরত আসে। অভিযুক্ত কর্মকর্তা জুয়েল নির্ধারিত সময়ের মধ্যে জবাব দাখিল করেননি। ব্যক্তিগত শুনানির জন্য আগ্রহও প্রকাশ করেননি।

পরবর্তীতে ওই মামলার বিষয়ে এনবিআরের দ্বিতীয় সচিব আরজিনা খাতুনকে তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়। তদন্ত প্রতিবেদন এবং সংশ্লিষ্ট কাগজপত্র পর্যালোচনা করে পাওয়া দলিলাদির বিশ্লেষণে ২০২২ সালের ২১ আগস্ট থেকে জুয়েলের অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগটি প্রমাণিত হয়েছে।

এনবিআরের আদেশে আরও বলা হয়, পলায়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় জুয়েলকে দোষী সাব্যস্ত করে গুরুদণ্ড আরোপের সিদ্ধান্ত হয়। চলতি বছরের ফেব্রুয়ারিতে দ্বিতীয় কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়।

দ্বিতীয় কারণ দর্শানোর নোটিশ পাওয়ার ৭ কার্যদিবসের মধ্যে জবাব দাখিল করার নির্দেশনা থাকলেও জুয়েল কোনো জবাব দাখিল করেননি। তাই সার্বিক বিষয় পর্যালোচনা করে তাঁকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা, ২০১৮ এর ৪ (৩) (গ) বিধি অনুযায়ী ‘চাকরি হতে অপসারণ’ গুরুদন্ড প্রদানের বিষয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরামর্শ চাওয়া হলে কমিশন ঐক্যমত পোষণ করেন। ফলে রাসেল মাহমুদ জুয়েলকে বিধিমালার ৪ (৩) (গ) অনুযায়ী গুরুদণ্ড হিসেবে পলায়নের তারিখ থেকে চাকরি থেকে অপসারণ করা হলো।

সেরা ফিল্ড ফোর্সদের বিশেষ সম্মাননা দিল নগদ

ইনফরমেশন হেল্প ডেস্ক চালু করল ডিএসই

ট্রাভেল ও ট্যুরিজম অ্যাওয়ার্ড: লিড স্পনসর ‘গ্যালাক্সি’, হসপিটালিটি পার্টনার ইন্টারকন্টিনেন্টাল ঢাকা

ভারত থেকে আসা পণ্যবাহী ট্রাকের চলাচল নজরদারি করবে এনবিআর

ওয়ালটনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নজরুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত

রেমিট্যান্স সংগ্রহে অভাবনীয় সাফল্য অর্জন জনতা ব্যাংকের

রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেয়েছে ইসলামী ব্যাংক

২০ কোটি টাকার বেশি সব ঋণ ফের যাচাই করা হবে: গভর্নর

একীভূত পাঁচ ব্যাংকের নামের সাইনবোর্ড বদলাচ্ছে আজ-কালের মধ্যেই: গভর্নর

সীমাবদ্ধতার মাঝেও সাফল্যের গল্প