Ajker Patrika
হোম > অর্থনীতি

২ বছর কর্মস্থলে অনুপস্থিত, চাকরি হারালেন সহকারী রাজস্ব কর্মকর্তা

অনলাইন ডেস্ক

২ বছর কর্মস্থলে অনুপস্থিত, চাকরি হারালেন সহকারী রাজস্ব কর্মকর্তা
ফাইল ছবি

অনুমতি ছাড়া কর্মস্থলে ২ বছর অনুপস্থিত থাকায় চাকরি হারিয়েছেন রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের সহকারী রাজস্ব কর্মকর্তা রাসেল মাহমুদ জুয়েল। গত রোববার তাঁকে চাকরি থেকে অপসারণ করে আদেশ জারি করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এতে সই করেছেন এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান।

এনবিআরের আদেশে বলা হয়, ২০২২ সালের ২১ আগস্ট থেকে এখন পর্যন্ত রাসেল মাহমুদ জুয়েল অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত থেকেছেন। এই অভিযোগে তার বিরুদ্ধে ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা’ ২০১৮ এর বিধি-৩ (গ) অনুযায়ী ‘পলায়ন’ (ডেজারশান)—এর অভিযোগে বিভাগীয় মামলা করা হয়।

২০২৩ সালের জুলাইয়ে অভিযোগনামা ও অভিযোগ বিবরণী জুয়েলের বর্তমান ও স্থায়ী ঠিকানায় রেজিষ্টার্ড ডাক যোগে প্রেরণ করা হলেও তা ফেরত আসে। অভিযুক্ত কর্মকর্তা জুয়েল নির্ধারিত সময়ের মধ্যে জবাব দাখিল করেননি। ব্যক্তিগত শুনানির জন্য আগ্রহও প্রকাশ করেননি।

পরবর্তীতে ওই মামলার বিষয়ে এনবিআরের দ্বিতীয় সচিব আরজিনা খাতুনকে তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়। তদন্ত প্রতিবেদন এবং সংশ্লিষ্ট কাগজপত্র পর্যালোচনা করে পাওয়া দলিলাদির বিশ্লেষণে ২০২২ সালের ২১ আগস্ট থেকে জুয়েলের অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগটি প্রমাণিত হয়েছে।

এনবিআরের আদেশে আরও বলা হয়, পলায়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় জুয়েলকে দোষী সাব্যস্ত করে গুরুদণ্ড আরোপের সিদ্ধান্ত হয়। চলতি বছরের ফেব্রুয়ারিতে দ্বিতীয় কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়।

দ্বিতীয় কারণ দর্শানোর নোটিশ পাওয়ার ৭ কার্যদিবসের মধ্যে জবাব দাখিল করার নির্দেশনা থাকলেও জুয়েল কোনো জবাব দাখিল করেননি। তাই সার্বিক বিষয় পর্যালোচনা করে তাঁকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা, ২০১৮ এর ৪ (৩) (গ) বিধি অনুযায়ী ‘চাকরি হতে অপসারণ’ গুরুদন্ড প্রদানের বিষয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরামর্শ চাওয়া হলে কমিশন ঐক্যমত পোষণ করেন। ফলে রাসেল মাহমুদ জুয়েলকে বিধিমালার ৪ (৩) (গ) অনুযায়ী গুরুদণ্ড হিসেবে পলায়নের তারিখ থেকে চাকরি থেকে অপসারণ করা হলো।

জা এন জি ইন্টার ইউনিভার্সিটি ভিআর ক্রিকেট চ্যালেঞ্জের ফাইনাল অনুষ্ঠিত

সয়াবিন তেল ও লেবুর দাম ভোগাচ্ছে ক্রেতাদের

বেপজায় রিং শাইনের জমির ইজারা বাতিল

হামদর্দের চিফ মোতোয়ালি ড. হাকিম মো. ইউছুফ হারুনের জন্মদিন উদ্‌যাপিত

সোনালী পেপারের শেয়ার কেলেঙ্কারিতে সাকিব আল হাসান জড়িত

৪৩৯ কোটি টাকার বিমা দাবি পরিশোধ গার্ডিয়ান লাইফের

আলু সংরক্ষণে ভাড়া বেঁধে দিল কৃষি বিপণন অধিদপ্তর

বন্ধ হলো ইন্ট্রাকোর সিএনজি স্টেশন, বিনিয়োগ যাচ্ছে গ্যাস সরবরাহে

বুধবার থেকে ৬৪ জেলায় টিসিবির পণ্য বিক্রি শুরু

যন্ত্রপাতি আমদানিতে চীনের হাইতিয়ানের সঙ্গে আরএফএলের চুক্তি