হোম > অর্থনীতি

ব্যাংকগুলোতে কিছুটা তেজ কমেছে ডলারের

নিজস্ব প্রতিবেদক ঢাকা

বাজারের ডলারের সংকটের মধ্য দিয়েও হঠাৎ করে দর কিছুটা কমেছে। আজ বুধবার ব্যাংকগুলোর প্রতি ডলারের গড় বিক্রয়মূল্য ছিল ১০২ টাকা ৫৭ পয়সা। আর বাংলাদেশ কৃষি ব্যাংক সর্বোচ্চ ১০৬ টাকা ৭৭ পয়সা দরে ডলার বিক্রয় করে। তবে প্রতি ডলার সর্বনিম্ন ৯৯ টাকা দরে বিক্রি করে ব্যাংক আল ফালাহসহ অন্য দুটো বিদেশি ব্যাংক।

বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) ওয়েবসাইট থেকে এসব তথ্য পাওয়া গেছে। আর আজ বুধবার বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে মঙ্গলবারের আন্তব্যাংক লেনদেনের সর্বোচ্চ বিক্রয় মূল্য দেখানো হয়েছে ১০২ টাকা ৫৬ পয়সা এবং সর্বনিম্ন মূল্য ছিল ১০১ টাকা ৭৮ পয়সা।

যদিও আগের দিনের ক্রয়-বিক্রয়মূল্য ছিল যথাক্রমে ৯৯ টাকা ৬৫ পয়সা ও ১০৮ টাকা। 

খোলাবাজারে খোঁজ নিয়ে জানা গেছে, বুধবার বৈধ ব্যবসায়ীরা ডলার ১০৭ টাকা ৭৫ পয়সায় কিনে তা ১০৮ টাকা ৭৫ পয়সার বিক্রি করেছে। যা আগের দিন ছিল যথাক্রমে ১০৮ টাকা ও ১০৯ টাকা ৫০ পয়সা। তবে কেউ কেউ নানা কৌশলে অবৈধভাবে প্রতি ডলার ১১২ থেকে ১১৩ টাকা বিক্রি করেছে। কিন্তু আগের দিন প্রতি ডরার ১১৪ টাকা থেকে ১১৬ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে।

ভরসার বিমায় হতাশার ছায়া

মিডিয়াকমের ব্যাডমিন্টন টুর্নামেন্টের শিরোপা পেল নিউজ ২৪

এনআরবি ব্যাংকের বার্ষিক ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সাউথইস্ট ব্যাংকের ‘বিজনেস পলিসি ও প্ল্যানিং কনফারেন্স’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন শুরু

ইবিএল প্রধান কার্যালয়ে ‘আর্থিক তথ্য প্রকাশ’ বিষয়ে কর্মশালা

ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের ‘পার্টনার্স টুগেদার’ সম্মেলন অনুষ্ঠিত

জুলস পাওয়ারের এমডি প্রয়াত নুহের লতিফকে বনানীতে সমাহিত

অনূর্ধ্ব-১৯ নারী টি-২০ বিশ্বকাপ বিনা মূল্যে দেখা যাবে টফিতে

পর্দা নামল ২৩তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক প্রদর্শনীর

সেকশন