হোম > অর্থনীতি

ভারতে পেঁয়াজের দাম বেড়ে ৭০-৮০ রুপি কেজি

হিলি স্থলবন্দর বাজারের একটি দোকানে পেঁয়াজের স্তূপ। ছবি: আজকের পত্রিকা

ভারতে বেড়েছে পেঁয়াজের দাম। পাইকারি বাজারে কিছুদিন আগেও যে পেঁয়াজের দাম প্রতি কেজি ৪০ থেকে ৬০ রুপি ছিল, এখন তা বেড়ে ৭০ থেকে ৮০ রুপিতে দাঁড়িয়েছে; যা ভোক্তাদের অনেক কষ্ট ও সংগ্রামের মধ্যে ফেলেছে। খবর ইকোনমিকস টাইমসের।

দিল্লির একজন বিক্রেতা বার্তা সংস্থা এএনআইকে জানিয়েছেন, পেঁয়াজের দাম ৬০ থেকে ৭০ রুপি কেজি হয়েছে। পাইকারি বাজার থেকে বেশি দামে পেঁয়াজ কিনতে হচ্ছে, ফলে খুচরায় দাম বেশি পড়ছে। দাম বাড়ার কারণে বিক্রি কমে গেছে, কিন্তু মানুষ এখনো পেঁয়াজ কিনছে; কারণ, এটি প্রতিদিনের খাবারের একটি গুরুত্বপূর্ণ অংশ।

দাম বাড়ায় ভোক্তারাও উদ্বিগ্ন। ফাইজা নামে দিল্লির একজন ক্রেতা বলেন, ‘পেঁয়াজের দাম বেড়েছে, যদিও মৌসুম অনুযায়ী এটি কমার কথা। আমি ৭০ রুপিতে এক কেজি পেঁয়াজ কিনেছি। সরকারকে অনুরোধ করছি, সবজির দাম কমান; বিশেষ করে সেগুলো, যা আমরা প্রতিদিন ব্যবহার করি।’

তবে দামের ঊর্ধ্বগতি শুধু দিল্লিতেই নয়, মুম্বাইয়ের ক্রেতারাও উচ্চ মূল্যের চাপে পড়েছে। মুম্বাইয়ের একজন ক্রেতা ড. খান এএনআইকে বলেন, পেঁয়াজ ও রসুনের দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। এর ফলে প্রতিটি পরিবারকে অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে।

২০ কোটি টাকার বেশি সব ঋণ ফের যাচাই করা হবে: গভর্নর

একীভূত পাঁচ ব্যাংকের নামের সাইনবোর্ড বদলাচ্ছে আজ-কালের মধ্যেই: গভর্নর

সীমাবদ্ধতার মাঝেও সাফল্যের গল্প

আগুনে পুড়ে যাওয়া নোট বদলে অপেক্ষা ৮ সপ্তাহ

সমন্বয়হীনতা ও অবহেলায় থমকে প্রকল্পের কাজ

ইস্টার্ন ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ড অনুমোদন

আইএমইডির নভেম্বর মাসের প্রতিবেদন: এডিপি বাস্তবায়নে বড় ধাক্কা

ডলারের বিপরীতে রুপির আরও দরপতন

যুক্তরাষ্ট্রে ব্যাংকিং লাইসেন্সের আবেদন করল পেপ্যাল

সোনার দাম ভরিতে ১৪৭০ টাকা বাড়ল