Ajker Patrika
হোম > অর্থনীতি

বাংলাদেশে জ্বালানি খাতে ১৪০ কোটি ডলার বিনিয়োগ করবে সৌদি আরব, চুক্তি স্বাক্ষর

অনলাইন ডেস্ক

বাংলাদেশে জ্বালানি খাতে ১৪০ কোটি ডলার বিনিয়োগ করবে সৌদি আরব, চুক্তি স্বাক্ষর

বাংলাদেশের জ্বালানি খাতে ১৪০ কোটি মার্কিন ডলার বা ১৫ হাজার ৩৪৮ কোটি টাকা বিনিয়োগ করছে সৌদি আরব। বাংলাদেশের জ্বালানি অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে এরই মধ্যে দুই দেশের সরকারি পর্যায়ে এ সংক্রান্ত চুক্তিও স্বাক্ষর হয়েছে। 

আজ মঙ্গলবার যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, সৌদির সরকারি আর্থিক প্রতিষ্ঠান ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের (আইডিবি) বিশেষ প্রকল্প ইসলামিক ট্রেড ফিন্যান্স করপোরেশনের (আইটিএফসি) মাধ্যমে প্রদান করা হবে বিনিয়োগের অর্থ। 

সম্প্রতি যে চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে, তাতে সৌদি সরকারের প্রতিনিধি হিসেবে আইটিএফসি এবং বাংলাদেশ সরকারের প্রতিনিধি হিসেবে দেশের জ্বালানি তেল আমদানি ও বিপণন বিষয়ক কর্তৃপক্ষ বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

সৌদির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, এই চুক্তির মাধ্যমে বরাদ্দ করা অর্থ বাংলাদেশের জ্বালানি খাতের দীর্ঘমেয়াদি উন্নয়নসংক্রান্ত বিভিন্ন খাতে বিনিয়োগ করা হবে। এই চুক্তি দুই দেশের মধ্যকার মিত্রতা ও দীর্ঘকালীন অংশীদারত্বের একটি সাক্ষ্য। আশা করা হচ্ছে, দক্ষিণ এশিয়ার দ্রুত বর্ধনশীল অর্থনীতি নামে পরিচিত একটি দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত হবে এই চুক্তির মধ্য দিয়ে।

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি বেড়েছে ৪৬ শতাংশ, প্রবৃদ্ধিতে শীর্ষে বাংলাদেশ

নতুন করে কর অব্যাহতির কথা কেউ বলবেন না: এনবিআর চেয়ারম্যান

অর্থনৈতিক মন্দা নিয়ে ট্রাম্পের ইঙ্গিতের পর বিশ্বজুড়ে শেয়ারবাজারে রেকর্ড দরপতন

দাম কমলেই শেয়ার কেনেন মালিকেরা

রেলসংকটে খালাসে বিপর্যয়: কনটেইনারের চাপে চট্টগ্রাম বন্দর

কর্মসংস্থান ও বাক্‌স্বাধীনতায় অগ্রাধিকার চান তরুণেরা

৫% ঋণ এককালীন শোধে মিলবে এক্সিট সুবিধা

এলডিসি উত্তরণে আরও তিন বছর সময় দরকার

সিটিজেনস ব্যাংকের ক্রিকেট লিগ উদ্বোধন

ঢাকার এয়ারপোর্ট রোডে টুয়েলভের নতুন আউটলেট