হোম > অর্থনীতি

শাহজালালে ছেড়ে যাওয়ার ২৫ মিনিট আগে ভেঙে পড়ল উড়োজাহাজের দরজা

বিশেষ প্রতিনিধি, ঢাকা

কুয়েত এয়ারওয়েজের উড়োজাহাজ। ছবি: সংগৃহীত

ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কুয়েত এয়ারওয়েজের একটি প্লেনের দরজা ভেঙে গেছে। প্লেনটি ছিল বোয়িং ৭৭৭-৩০০ মডেলের। মঙ্গলবার রাত ২টা ২০ মিনিটে বোর্ডিং প্লেনটির ব্রিজ-৬ হঠাৎ নিচে নেমে এই ঘটনা ঘটেছে। মধ্যরাত পৌনে ৩টায় ২৮৪ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে কুয়েত যাওয়ার কথা ছিল প্লেনটির।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সূত্র জানায়, কুয়েত এয়ারওয়েজের কেইউ-২৮৩ ফ্লাইটটি রাত দেড়টায় কুয়েত থেকে যাত্রী নিয়ে ঢাকায় অবতরণ করে। যাত্রীরা ফ্লাইট থেকে নামার পরপরই দরজা ভেঙে যায়। দরজা ভেঙে পড়ার সময় প্লেনটির ভেতরে শুধুমাত্র পাইলট ও কেবিন ক্রুরা ছিলেন। সেই ফ্লাইটের ক্যাপ্টেন ছিলেন কুয়েতের নাগরিক আজবালি মোহাম্মদ।

জানা গেছে, সাধারণত প্লেনে যখন যাত্রী বা লোড থাকে প্লেনের অবস্থান কিছুটা নিচের দিকে চেপে থাকে। যাত্রী নামার পর প্লেনের লোড কমে গেলে প্লেন কিছুটা ওপরে উঠে যায়। এই ফ্লাইটের যাত্রী নেমে যাওয়ার পর প্লেন কিছুটা ওপরের দিকে ওঠে তবে বোর্ডিং ব্রিজ নিচেই ছিল, ফলে ব্রিজের সঙ্গে লেগে প্লেনের দরজা পুরোপুরি ভেঙে যায়। সাধারণ প্লেনের সঙ্গে বোর্ডিং ব্রিজের একটি ফাঁকা থাকতে হয়। এই প্লেনের সঙ্গে বোর্ডিং ব্রিজ লাগানো ছিল, মাঝে কোনো ফাঁকা ছিল না।

কুয়েত এয়ারওয়েজ সূত্র জানায়, দরজা ভেঙে যাওয়ার কারণে কুয়েতগামী যাত্রীরা বিমানবন্দরের ওয়েটিং লাউঞ্জে অবস্থান করছেন। বিমানবন্দর থেকে তাদের হোটেলে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। কুয়েতের আরেকটি ফ্লাইট ঢাকায় এসে তাদের নিয়ে যাবে। এ ছাড়াও যাদের কুয়েত থেকে কানেকটিং ফ্লাইট ছিল তাদের বিনা মূল্যে স্ব স্ব গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা হবে।

মূল্যস্ফীতিসহ পাঁচ ঝুঁকিতে বাংলাদেশ

নারীর প্রতি সহিংসতার অর্ধেকই অর্থনৈতিক

বিশ্ববাজারে বেড়েছে ডিজেলের দাম, রাশিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞার ফল

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

মাস্টারিং কমপ্লায়েন্স: ইনসাইটস অ্যান্ড স্ট্যাটেজিস ফর সোর্সিং অ্যান্ড সেলস লিডার্স ইন রেস্পন্সিবল টেক্সটাইলস সেমিনার অনুষ্ঠিত

আরলা ফুডস বাংলাদেশ লিমিটেডের নতুন ৩ পণ্য লঞ্চ

২২ হাজার টন চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়ল মিয়ানমারের জাহাজ

পরবর্তী দুই অর্থবছরে ভারতের প্রবৃদ্ধি হবে ৬.২ শতাংশ হারে

সংকটে বাংলাদেশের অর্থনীতি, প্রবৃদ্ধি নামবে ৪.১ শতাংশে: বিশ্বব্যাংক

কৃষিঋণ বিতরণ কমেছে ১৪ শতাংশ

সেকশন