হোম > অর্থনীতি

পোশাকশিল্পের কর্মীদের সুস্বাস্থ্যর জন্য ডিজিটাল টুলকিট চালু

আজকের পত্রিকা ডেস্ক­

বাংলাদেশের একটি গার্মেন্ট কারখানায় কাজ করেছেন শ্রমিকেরা। ছবি: সংগৃহীত

বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) খাতের কর্মীদের জন্য স্বাস্থ্য ও সুস্থতা বিষয়ক একটি ডিজিটাল টুলকিট চালু হয়েছে। আজ বৃহস্পতিবার উত্তরার বিজিএমইএর প্রধান কার্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। এই উদ্যোগের লক্ষ্য হলো আরএমজি খাতের কর্মীদের স্বাস্থ্য ও সুস্থতা নিশ্চিতে সহায়তা, স্বাস্থ্যসম্মত জীবন গঠনে সহায়তা, এবং উৎপাদনশীলতা বৃদ্ধি করা।

আয়াত এডুকেশন, বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ), জন সি. মার্টিন ফাউন্ডেশন এবং ইন্টিগ্রাল গ্লোবালের যৌথ উদ্যোগে চালুকৃত এই টুলকিটি অনলাইন ব্যবহারকারীদের জন্য সহজ বান্ধব একটি প্ল্যাটফর্ম, যা কর্মী ও কারখানা ব্যবস্থাপকদের জন্য গুরুত্বপূর্ণ স্বাস্থ্য তথ্য সরবরাহ করবে।

এটি বিজিএমইএ’র ওয়েবসাইটে বাংলা ও ইংরেজি ভাষায় পাঠযোগ্য এবং মোবাইল ডিভাইসে ব্যবহার উপযোগী। এতে ডাউনলোডযোগ্য ভিডিও কনটেন্ট এবং কারখানার আইটি সিস্টেমের সঙ্গে ইন্টিগ্রেশন করার সুবিধা রয়েছে। এ ছাড়া, এতে একটি ফিডব্যাক ব্যবস্থা রয়েছে, যা প্ল্যাটফর্মের কার্যকারিতা এবং টেকসই উন্নয়নে সহায়তা করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বিজিএমইএর প্রশাসক মো. আনোয়ার হোসেন বলেন, ‘তৈরি পোশাক শিল্প বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি, যা এই শিল্পের কর্মীদের প্রচেষ্টা ও পরিশ্রমের ওপর নির্ভরশীল। আয়াত এডুকেশনের স্বাস্থ্য ও সুস্থতা বিষয়ক এই ডিজিটাল টুলকিটটি একটি সময়োপযোগী এবং উদ্ভাবনী সমাধান, যা আমাদের এই শিল্পকে আরও শক্তিশালী, স্বাস্থ্যকর এবং টেকসই করবে।’

আয়াত এডুকেশন এর প্রধান নির্বাহী কর্মকর্তা নুসরাত ফিরোজ আমান বলেন, এই টুলকিটটি কেবল স্বাস্থ্য সচেতনতাই বাড়াবে না, বরং এটি কর্মীদের কর্মক্ষেত্রের টেকসই পরিবেশ তৈরির পাশাপাশি উৎপাদনশীলতা বৃদ্ধি ও কর্মক্ষেত্রে অনুপস্থিতি কমাতে সহায়তা করবে।’

এতে উপস্থিত বক্তব্য দেন ইন্টিগ্রাল গ্লোবালের প্রতিষ্ঠাতা ও পরিচালক নাবিল আহমেদ, অনন্ত গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিজিএমইএর সাপোর্ট কমিটির সদস্য শরীফ জহির।

অনুষ্ঠানে অনলাইনে যুক্ত ছিলেন আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও), ওয়ালমার্ট, প্রাইমার্কসহ, তৈরি পোশাক শিল্পের ক্রেতা, কারখানা মালিকগণ। অনুষ্ঠানের বিভিন্ন পর্বে আমন্ত্রিত অতিথিবৃন্দ ও কারখানার মালিকগণ স্বাস্থ্য এবং সুস্থতাকে অগ্রাধিকার দিতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

সেরা ফিল্ড ফোর্সদের বিশেষ সম্মাননা দিল নগদ

ইনফরমেশন হেল্প ডেস্ক চালু করল ডিএসই

ট্রাভেল ও ট্যুরিজম অ্যাওয়ার্ড: লিড স্পনসর ‘গ্যালাক্সি’, হসপিটালিটি পার্টনার ইন্টারকন্টিনেন্টাল ঢাকা

ভারত থেকে আসা পণ্যবাহী ট্রাকের চলাচল নজরদারি করবে এনবিআর

ওয়ালটনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নজরুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত

রেমিট্যান্স সংগ্রহে অভাবনীয় সাফল্য অর্জন জনতা ব্যাংকের

রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেয়েছে ইসলামী ব্যাংক

২০ কোটি টাকার বেশি সব ঋণ ফের যাচাই করা হবে: গভর্নর

একীভূত পাঁচ ব্যাংকের নামের সাইনবোর্ড বদলাচ্ছে আজ-কালের মধ্যেই: গভর্নর

সীমাবদ্ধতার মাঝেও সাফল্যের গল্প