হোম > অর্থনীতি

নিয়োগ প্রবিধানমালা সংশোধন হচ্ছে

আজকের পত্রিকা ডেস্ক­

বিমা এজেন্ট নিয়োগ, নিবন্ধন ও লাইসেন্স প্রবিধানমালা-২০২১ সংশোধন হতে যাচ্ছে। সংশোধিত প্রবিধানমালায় বছরে ১১টি নতুন বিমার পরিবর্তে ৬টি নতুন বিমা অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া, কমিশনের পরিমাণও কমিয়ে ২০ হাজার থেকে ১০ হাজার টাকায় নামিয়ে আনার প্রস্তাব করা হয়েছে।

সংশোধিত প্রস্তাবে লাইসেন্স ইস্যু ও নবায়নের ক্ষেত্রে আবেদনকারীকে প্রথম তিন মাসের বিলম্বের জন্য ১০০ এবং পরবর্তী প্রতি মাসের জন্য ৬০০ টাকা ফি প্রদানের শর্ত ছিল, তবে এটি সংশোধন করে প্রতি তিন মাসের বিলম্বে শুধু ১০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।

অস্থায়ী নিয়োগের জন্য আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা হিসেবে কোনো স্বীকৃত বোর্ডের অধীনে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এ ছাড়া আবেদনকারীকে প্রবিধান ১১ অনুযায়ী অযোগ্য হতে পারবে না। অব্যাহতিপ্রাপ্ত এজেন্টের জন্য বিমাকারী বা ব্রোকার থেকে প্রাপ্ত ছাড়পত্র এবং লেনদেন নিষ্পত্তির প্রত্যয়নপত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে। সেই সঙ্গে, কর্তৃপক্ষ থেকে ইস্যু করা লাইসেন্সের কপিও জমা দিতে হবে।

এর আগে ২০২১ সালের ১৪ নভেম্বর সরকার বিমা এজেন্ট নিয়োগ, নিবন্ধন ও লাইসেন্স প্রবিধানমালা-২০২১ গেজেট আকারে প্রকাশ করেছিল। গত বছরের ২৫ আগস্ট বিমা এজেন্ট নিয়োগপ্রক্রিয়া সহজ করার জন্য প্রবিধানমালা সংশোধনের প্রস্তাব জানিয়ে আইডিআরএকে চিঠি দেয় বিআইএ। এর পরিপ্রেক্ষিতে সংশোধনীর খসড়া ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠিয়েছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। খসড়া প্রস্তাব পর্যালোচনা করতে আজ ১৬ ফেব্রুয়ারি একটি সভা অনুষ্ঠিত হবে। সাঈদ কুতুবের সভাপতিত্বে এ সভায় আইডিআরএ চেয়ারম্যান, জীবন বীমা করপোরেশন ও সাধারণ বীমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক, বিআইএ চেয়ারম্যান এবং বিআইএফ সভাপতিকে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।

সেরা ফিল্ড ফোর্সদের বিশেষ সম্মাননা দিল নগদ

ইনফরমেশন হেল্প ডেস্ক চালু করল ডিএসই

ট্রাভেল ও ট্যুরিজম অ্যাওয়ার্ড: লিড স্পনসর ‘গ্যালাক্সি’, হসপিটালিটি পার্টনার ইন্টারকন্টিনেন্টাল ঢাকা

ভারত থেকে আসা পণ্যবাহী ট্রাকের চলাচল নজরদারি করবে এনবিআর

ওয়ালটনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নজরুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত

রেমিট্যান্স সংগ্রহে অভাবনীয় সাফল্য অর্জন জনতা ব্যাংকের

রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেয়েছে ইসলামী ব্যাংক

২০ কোটি টাকার বেশি সব ঋণ ফের যাচাই করা হবে: গভর্নর

একীভূত পাঁচ ব্যাংকের নামের সাইনবোর্ড বদলাচ্ছে আজ-কালের মধ্যেই: গভর্নর

সীমাবদ্ধতার মাঝেও সাফল্যের গল্প