হোম > অর্থনীতি

বিএডিসির কার্যক্রম পরিদর্শন করলেন চেয়ারম্যান

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মাধ্যমে বাস্তবায়নাধীন পাবনা, নাটোর এবং সিরাজগঞ্জ জেলার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন সংস্থার চেয়ারম্যান মো. রুহুল আমিন খান। সম্প্রতি বিএডিসির পাবনার টেবুনিয়া খামারে অনুষ্ঠিত ‘আমন ধান বীজের গ্রো-আউট টেস্ট’ শীর্ষক কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মাধ্যমে বাস্তবায়নাধীন পাবনা, নাটোর এবং সিরাজগঞ্জ জেলার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন সংস্থার চেয়ারম্যান মো. রুহুল আমিন খান। সম্প্রতি বিএডিসির পাবনার টেবুনিয়া খামারে অনুষ্ঠিত ‘আমন ধান বীজের গ্রো-আউট টেস্ট’ শীর্ষক কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।

রুহুল আমিন খান বলেন, অধিক ফসল উৎপাদনে ভালো বীজের কোনো বিকল্প নেই। মূলত বীজই হচ্ছে ফসল উৎপাদনের জীবন্ত উপকরণ। বিএডিসি প্রতিষ্ঠালগ্ন থেকে কৃষকের কাছে মানসম্পন্ন বীজ সরবরাহ করার কাজটি যথাযথভাবে সম্পাদন করে যাচ্ছে। তবে এখানেই থেমে থাকলে চলবে না। কৃষি নিরাপত্তা নিশ্চিতকরণে কৃষকদের চাহিদার সঙ্গে সংগতি রেখে এবং বেসরকারি বীজ উদ্যোক্তাদের সঙ্গে প্রতিযোগিতায় কার্যকরভাবে টিকে থেকে বীজের গুণগতমান আরও বাড়ানোর ওপর তিনি গুরুত্বারোপ করেন।

এরপর রুহুল আমিন খান ‘পাবনা-নাটোর-সিরাজগঞ্জ জেলার ক্ষুদ্র সেচ উন্নয়ন’ প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নে কোনো অনিয়ম ও গাফিলতি সহ্য করা হবে না। তিনি সব ধরনের আর্থিক শৃঙ্খলা অনুসরণ করে দরপত্র প্রক্রিয়ার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের নির্দেশনা দেন। একই সঙ্গে সব ভৌতকাজের গুণগতমান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে কার্যক্রম সম্পাদনের পরামর্শ দেন।

সেরা ফিল্ড ফোর্সদের বিশেষ সম্মাননা দিল নগদ

ইনফরমেশন হেল্প ডেস্ক চালু করল ডিএসই

ট্রাভেল ও ট্যুরিজম অ্যাওয়ার্ড: লিড স্পনসর ‘গ্যালাক্সি’, হসপিটালিটি পার্টনার ইন্টারকন্টিনেন্টাল ঢাকা

ভারত থেকে আসা পণ্যবাহী ট্রাকের চলাচল নজরদারি করবে এনবিআর

ওয়ালটনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নজরুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত

রেমিট্যান্স সংগ্রহে অভাবনীয় সাফল্য অর্জন জনতা ব্যাংকের

রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেয়েছে ইসলামী ব্যাংক

২০ কোটি টাকার বেশি সব ঋণ ফের যাচাই করা হবে: গভর্নর

একীভূত পাঁচ ব্যাংকের নামের সাইনবোর্ড বদলাচ্ছে আজ-কালের মধ্যেই: গভর্নর

সীমাবদ্ধতার মাঝেও সাফল্যের গল্প