হোম > অর্থনীতি

পিটার হাস হঠাৎ বাংলাদেশ ব্যাংকে, গভর্নরের সঙ্গে সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ ব্যাংকে ঝটিকা সফর করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। সোমবার (১৩ মে) বিকেলে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ভবনে প্রবেশ করেন তিনি। 

এই সফর বিষয়ে কিছু খোলসা করেনি বাংলাদেশ ব্যাংক। তবে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. মেজবাউল হক এটিকে ‘একান্ত সৌজন্য সাক্ষাৎ’ বলে দাবি করেছেন। 

নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া–বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু মঙ্গলবার (১৪ মে) ঢাকায় আসছেন। এ সফরে তাঁর ব্যবসা–বিনিয়োগ, নিরাপত্তা, প্রতিরক্ষা, জলবায়ু পরিবর্তন, নাগরিক অধিকারসহ দুই দেশের অগ্রাধিকারের বিভিন্ন বিষয় নিয়ে সরকারি ও বেসরকারি পর্যায়ে আলোচনা করার কথা রয়েছে। গভর্নরের সঙ্গে পিটার হাসের এই সাক্ষাতে আর্থিক খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়ে থাকতে পারে। 

সূত্র জানায়, মঙ্গলবার কলম্ব থেকে ডোনাল্ড লুর ঢাকায় আসার কথা রয়েছে। গত জানুয়ারিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে এটি তাঁর প্রথম সফর। 

উল্লেখ্য, সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধি দল ঢাকা ঘুরে যাওয়ার পরপরই গভর্নরের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের এই বৈঠককে অনেকে আলাদা তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে।

ভরসার বিমায় হতাশার ছায়া

মিডিয়াকমের ব্যাডমিন্টন টুর্নামেন্টের শিরোপা পেল নিউজ ২৪

এনআরবি ব্যাংকের বার্ষিক ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সাউথইস্ট ব্যাংকের ‘বিজনেস পলিসি ও প্ল্যানিং কনফারেন্স’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন শুরু

ইবিএল প্রধান কার্যালয়ে ‘আর্থিক তথ্য প্রকাশ’ বিষয়ে কর্মশালা

ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের ‘পার্টনার্স টুগেদার’ সম্মেলন অনুষ্ঠিত

জুলস পাওয়ারের এমডি প্রয়াত নুহের লতিফকে বনানীতে সমাহিত

অনূর্ধ্ব-১৯ নারী টি-২০ বিশ্বকাপ বিনা মূল্যে দেখা যাবে টফিতে

পর্দা নামল ২৩তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক প্রদর্শনীর

সেকশন