হোম > অর্থনীতি

দেশের অর্থনীতি: সংকোচনের পর টানা ৩ মাস ধরে সম্প্রসারণে উৎপাদন খাত

ফাইল ছবি

ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতা হারানো শেখ হাসিনা সরকারের আমলের শেষ কয়েক মাস দেশের অর্থনীতির অবস্থা খুব একটা ভালো ছিল না। সরকারের পতনের পর নতুন অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পরও প্রথম দিকে অর্থনীতির সংকোচন হয়েছে। তবে বিগত দুই মাস ধরে বাংলাদেশের অর্থনীতি বাড়ছে। একই সঙ্গে দেশের উৎপাদন খাত সম্প্রসারিত হচ্ছে টানা তিন মাস ধরে।

পারচেজিং ম্যানেজার্স ইনডেক্সের (পিএমআই) বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ফাইবার টু ফ্যাশন। প্রতিবেদনে বলা হয়েছে, পারচেজিং ম্যানেজার্স ইনডেক্সের তথ্য অনুসারে, তিন মাসের সংকোচনের পর গতি ফিরে পেয়েছে বাংলাদেশের অর্থনীতি। দেশের অর্থনীতি এ বছর নভেম্বর মাসে টানা দ্বিতীয় মাসের মতো সম্প্রসারিত হয়েছে। অক্টোবরে বাংলাদেশের পিএমআই রেটিং পয়েন্ট ছিল ৫৫ দশমিক ৭। নভেম্বরে সেই রেটিং পয়েন্ট ৬ দশমিক ৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬২ দশমিক ২-এ।

এই পিএমআই রেটিং পয়েন্ট তৈরি করেছে বাংলাদেশের মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) এবং পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ। এতে সহায়তা করেছে সিঙ্গাপুর ইনস্টিটিউট অব পারচেজিং অ্যান্ড ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্ট (এসআইপিএমএম) এবং যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা।

এই পিএমআই রেটিং পয়েন্টের বিষয়টি তুলে ধরতে গিয়ে এমসিসিআই ও পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ যে প্রতিবেদন প্রকাশ করেছে সে বিষয়ে বিবৃতিতে বলা হয়েছে, ‘ইতিবাচক দৃষ্টিভঙ্গি থাকার পরও অর্থনীতি বিভিন্ন রাজনৈতিক অনিশ্চয়তা এবং শিল্প ও অন্যান্য বিক্ষোভের কারণে সৃষ্ট প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছে।’

নভেম্বর মাসের পিএমআই তথ্যে কৃষি, উৎপাদন ও সেবা খাতে দ্রুত সম্প্রসারণের ইঙ্গিত দিলেও দেশের নির্মাণ খাতে সংকোচন লক্ষ্য করা গেছে। চাকরির সূচকটি ধীর গতিতে সংকুচিত হয়েছে, তবে অর্ডারের দীর্ঘসূত্রতা সূচক দ্রুতগতিতে সংকুচিত হয়েছে।

উৎপাদন খাত টানা তৃতীয় মাসের মতো সম্প্রসারণের ধারা বজায় রেখেছে। নতুন অর্ডার, নতুন রপ্তানি, কারখানা উৎপাদন, কাঁচামাল ক্রয় এবং কাঁচামালের মূল্য সূচকে বৃদ্ধি লক্ষ্য করা গেছে। প্রথমবারের মতো তৈরি পণ্য, আমদানি, কর্মসংস্থান এবং সরবরাহকারীদের ডেলিভারি সূচকে সম্প্রসারণ দেখা গেছে। অন্য দিকে, অর্ডারের দীর্ঘসূত্রতা সূচক ধীর গতিতে সংকুচিত হয়েছে।

২০ কোটি টাকার বেশি সব ঋণ ফের যাচাই করা হবে: গভর্নর

একীভূত পাঁচ ব্যাংকের নামের সাইনবোর্ড বদলাচ্ছে আজ-কালের মধ্যেই: গভর্নর

সীমাবদ্ধতার মাঝেও সাফল্যের গল্প

আগুনে পুড়ে যাওয়া নোট বদলে অপেক্ষা ৮ সপ্তাহ

সমন্বয়হীনতা ও অবহেলায় থমকে প্রকল্পের কাজ

ইস্টার্ন ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ড অনুমোদন

আইএমইডির নভেম্বর মাসের প্রতিবেদন: এডিপি বাস্তবায়নে বড় ধাক্কা

ডলারের বিপরীতে রুপির আরও দরপতন

যুক্তরাষ্ট্রে ব্যাংকিং লাইসেন্সের আবেদন করল পেপ্যাল

সোনার দাম ভরিতে ১৪৭০ টাকা বাড়ল