স্যানিটারি ন্যাপকিন ও ডায়াপার স্থানীয়ভাবে উৎপাদনের লক্ষ্যে আমদানি করা কাঁচামালের মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্কে অব্যাহতির মেয়াদ আরও এক বছর বৃদ্ধি করা হয়েছে। এতে আগামী এক বছর স্যানিটারি ন্যাপকিন ও ডায়াপারের দাম বাড়ার সম্ভাবনা নেই।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট ঘোষণাকালে এ তথ্য জানান অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
দেশের মানুষের স্বাস্থ্যসেবা সুনিশ্চিত করার প্রস্তাব জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘স্যানিটারি ন্যাপকিন ও ডায়াপার স্থানীয়ভাবে উৎপাদনের লক্ষ্যে উৎপাদনে ব্যবহৃত কতিপয় কাঁচামাল আমদানির ক্ষেত্রে মূল্য সংযোজন কর (আগাম কর ছাড়া) ও সম্পূরক শুল্ক (প্রযোজ্য ক্ষেত্রে) অব্যাহতি সুবিধার মেয়াদ ৩০ জুন ২০২৫ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করছি। নারী ও শিশু স্বাস্থ্য সুরক্ষায় এ প্রস্তার করা হয়েছে।’
এ ক্ষেত্রে আগামী অর্থবছর পর্যন্ত এ দুটি পণ্যের কাঁচামাল আমদানিতে কর ও শুল্ক অব্যাহতির মেয়াদ বাড়ানো হয়।