Ajker Patrika
হোম > অর্থনীতি

১৭৫ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক-এডিবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

১৭৫ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক-এডিবি

দেশের ব্যাংকিং খাত সংস্কারের মাধ্যমে সক্ষমতা বাড়াতে ১ দশমিক ৭৫ বিলিয়ন ডলার (১৭৫ কোটি ডলার) ঋণে সম্মতি দিয়েছে বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এর মধ্যে এডিবি তিন ধাপে ১৩০ কোটি ডলার আর বিশ্বব্যাংক দেবে ৪০ থেকে ৪৫ কোটি ডলার। এ অর্থ দিয়ে কেন্দ্রীয় ব্যাংক নতুন একটি প্রকল্প হাতে নিতে যাচ্ছে বলে বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংক সূত্র বলছে, বিশ্বব্যাংকের সঙ্গে ৪০ কোটি ডলারের ঋণের বিষয়ে আলোচনা চলমান রয়েছে। তবে আলোচনায় কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে আরও বাড়তি ৫ কোটি ডলার চাওয়া হলে ইতিবাচক সম্মতি মিলেছে। এ ছাড়া ব্যাংক খাত সংস্কারে এডিবি ১৩০ কোটি ডলার ঋণ দেওয়ার আগ্রহ দেখিয়েছে। তাদের ঋণ দুর্বল ব্যাংকগুলোকে পুনর্মূলধন হিসেবে সহায়তা দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে।

শেখ হাসিনা সরকারের আমলে নাজুক পরিস্থিতি তৈরি হয় অন্তত ১০টি ব্যাংকের। সরকার পতনের পর ব্যাংক খাত সংস্কারে জোর দেয় অন্তর্বর্তী সরকার। কিন্তু তারল্য সহায়তার বিষয়টি জোরালোভাবে সামনে চলে আসে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মো. মেজবাউল হক আজকের পত্রিকাকে বলেন, ব্যাংক খাত সংস্কারে বিশ্বব্যাংক ও এডিবির ঋণ নিয়ে আলোচনা চলমান রয়েছে। তাদের ঋণ বিষয়ে বিস্তারিত তথ্য বৈঠক শেষে জানানো হবে।

বিনা মূল্যে ফ্লাইটের তারিখ পরিবর্তনের সুযোগ দিচ্ছে এয়ার অ্যাস্ট্রা

আগামী বছর থেকে নাটকীয়ভাবে বাড়বে বিদেশি বিনিয়োগ: বিডা চেয়ারম্যান

টিআইএনের মতো বিআইএন বাধ্যতামূলক করার উদ্যোগ

ইসলামী ব্যাংকের এমডিকে বরখাস্তে বাধা রাজনৈতিক প্রভাব

খেজুরে অতি মুনাফা, হতাশ ক্রেতা

দুর্বল ব্যাংকের ভবিষ্যৎ অনিশ্চিত

সেন্ট্রাল ফার্মার ক্ষতি শতকোটির বেশি

ভাসমান গুদাম হয়ে উঠছে লাইটার জাহাজ, ৭২ ঘণ্টার মধ্যে বন্দর ছাড়ার নির্দেশ

ফের দেড় লাখের নিচে নামল সোনার ভরি

তৃতীয় বছরে পা দিল ‘কই তে’ বাংলাদেশ