হোম > অর্থনীতি

২৩ দিনে রেমিট্যান্স এল ১৭৩ কোটি ডলার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফাইল ছবি

প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্স আয় চলতি অর্থবছরে ধারাবাহিকভাবে বাড়ছে। নভেম্বর মাসের প্রথম ২৩ দিনে ১৭২ কোটি ৬৪ লাখ মার্কিন ডলার (১.৭৩ বিলিয়ন) রেমিট্যান্স এসেছে, যা বাংলাদেশি টাকায় প্রায় ২০,৭১৬ কোটি টাকার সমান। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ তথ্যে এ চিত্র উঠে এসেছে।

নভেম্বরের প্রথম ২৩ দিনে গড়ে প্রতিদিন ৭ কোটি ৫০ লাখ মার্কিন ডলার বা ৯০০ কোটি টাকার বেশি রেমিট্যান্স এসেছে। এ ধারা অব্যাহত থাকলে পুরো মাসে রেমিট্যান্সের পরিমাণ ২ দশমিক ২৫ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে, এই সময়ে সবচেয়ে বেশি প্রায় ৬৪ কোটি ডলার রেমিট্যান্স এসেছে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকে, এরপর বিশেষায়িত ব্যাংকে ১৩ কোটি ১০ লাখ ডলার, বেসরকারি ব্যাংকে ৯৫ কোটি ১৩ লাখ ডলার ও বিদেশি ব্যাংকে ৪০ লাখ ৮০ হাজার ডলার।

তবে ৯টি ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি। এর মধ্যে রাষ্ট্রীয় ব্যাংক বিডিবিএল, বিশেষায়িত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব), এবং বেসরকারি কমিউনিটি ব্যাংক, সিটিজেনস ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক ও পদ্মা ব্যাংক উল্লেখযোগ্য।

চলতি অর্থবছরের মাসভিত্তিক রেমিট্যান্স আয়ের পরিসংখ্যান:

জুলাই ২০২৪: ১৯১ কোটি ডলার।

আগস্ট ২০২৪: ২২২ কোটি ৪১ লাখ ডলার।

সেপ্টেম্বর ২০২৪: ২৪০ কোটি ৪৮ লাখ ডলার।

অক্টোবর ২০২৪: ২৪০ কোটি ডলার।

বাংলাদেশে একক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল ২০২০ সালের জুলাই মাসে, ২৬০ কোটি ডলার। ২০২০-২১ অর্থবছরে সর্বোচ্চ বার্ষিক রেমিট্যান্সের রেকর্ড ছিল ২৪.৭৮ বিলিয়ন ডলার।

বিশ্লেষকরা মনে করছেন, বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদের উৎসাহিত করতে সরকারের প্রণোদনা এবং হুন্ডি প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়ার ফলে এই বৃদ্ধি সম্ভব হয়েছে।

প্রবাসী বাংলাদেশিদের রেমিট্যান্স দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি। নভেম্বরের প্রথম ২৩ দিনে ১৭৩ কোটি ডলারের রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। চলতি প্রবণতা অব্যাহত থাকলে রেমিট্যান্স আয়ের নতুন রেকর্ড তৈরি হতে পারে।

মিডিয়াকমের ব্যাডমিন্টন টুর্নামেন্টের শিরোপা পেল নিউজ ২৪

এনআরবি ব্যাংকের বার্ষিক ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সাউথইস্ট ব্যাংকের ‘বিজনেস পলিসি ও প্ল্যানিং কনফারেন্স’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন শুরু

ইবিএল প্রধান কার্যালয়ে ‘আর্থিক তথ্য প্রকাশ’ বিষয়ে কর্মশালা

ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের ‘পার্টনার্স টুগেদার’ সম্মেলন অনুষ্ঠিত

জুলস পাওয়ারের এমডি প্রয়াত নুহের লতিফকে বনানীতে সমাহিত

অনূর্ধ্ব-১৯ নারী টি-২০ বিশ্বকাপ বিনা মূল্যে দেখা যাবে টফিতে

পর্দা নামল ২৩তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক প্রদর্শনীর

উচ্চ মূল্যস্ফীতির মধ্যে ভ্যাট ও শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত অপরিণামদর্শী: বিএনপি

সেকশন