Ajker Patrika
হোম > অর্থনীতি

রামপাল বিদ্যুৎকেন্দ্র পুনরায় চালু হচ্ছে কাল 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রামপাল বিদ্যুৎকেন্দ্র পুনরায় চালু হচ্ছে কাল 

কয়লা সংকটে এক মাসের বেশি সময় বিদ্যুৎ উৎপাদন বন্ধ থাকার পর আগামীকাল বুধবার থেকে আবারও রামপাল বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। ১৩২০ মেগাওয়াট সক্ষমতার রামপাল বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পুনরায় চালু করতে ইতিমধ্যে ৩০ হাজার টন কয়লা আমদানি করা হয়েছে। 

বিদ্যুৎ উৎপাদনের প্রাথমিক জ্বালানি কয়লা আমদানি করতে পর্যাপ্ত ডলার না থাকায় গত ১৪ জানুয়ারি থেকে বন্ধ ছিল বিদ্যুৎ উৎপাদন। 

বাংলাদেশ-ভারত মৈত্রী বিদ্যুৎ কোম্পানির (বিআইএফপিসিএল) আওতায় নির্মিত রামপাল বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক সাঈদ একরাম উল্লা আজকের পত্রিকাকে বলেন, ‘৯ ফেব্রুয়ারি আমরা ৩০ হাজার টন কয়লা আমদানি করেছি। একই সঙ্গে ১৮ ফেব্রুয়ারি আরও ৫০ হাজার টনের আরেকটি কয়লার চালান আসবে। কয়লার সংকট কেটে যাওয়ায় আমরা আগামীকাল বুধবার থেকে রামপাল বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট চালু করার সিদ্ধান্ত নিয়েছি। 

১৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই মৈত্রী বিদ্যুৎকেন্দ্র বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে নির্মিত হলেও বাগেরহাটের রামপালে অবস্থিত হওয়ায় রামপাল বিদ্যুৎকেন্দ্র নামেই বেশি পরিচিত। 

ডলার সংকটের কারণে কয়লা আমদানি করতে না পারায় বিদ্যুৎ উৎপাদন কয়েক দফা পিছিয়ে গিয়ে গত বছরের ১৭ ডিসেম্বর বিদ্যুৎকেন্দ্রটির দুটি ইউনিটের প্রথম ইউনিট ৬৬০ মেগাওয়াট উৎপাদন কার্যক্রম শুরু করে। 

কর্মকর্তারা জানান, বিদ্যুৎকেন্দ্রটির একটি ইউনিট চালু করতে প্রতিদিন ৫ হাজার টন কয়লার দরকার হয়। 

গত ১৪ জানুয়ারি থেকে কয়লার অভাবে প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হওয়ার আগে মোট দেড় লাখ টন কয়লা আমদানি করা হয়েছিল। 

ব্যাংক খাতের খেলাপি ঋণ: প্রতিশ্রুতি ও বাস্তবতায় বিশাল ফারাক

কেনাকাটার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে দারাজ বাংলাদেশ নিয়ে এলো ‘চয়েস’

বাঘাবাড়ী নৌপথে নাব্যতা-সংকট

ব্যাংক এশিয়ায় আর্থিক সাক্ষরতা দিবস— ২০২৫ পালন

ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ফরিদপুরের কলেজ শিক্ষার্থী রাসেল ফকির

প্রান্তিক কৃষকদের আর্থিক সেবা দেবে পেট্রোকেম ও ব্র্যাক ব্যাংক

আলোচনা ছাড়া কর-শুল্ক বাড়ানোয় সংকটে শিল্প ও সেবা খাত

নারীদের করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে ৫ লাখ টাকা চায় ওয়েন্ড

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

নারায়ণগঞ্জে সাত মাসে ২৩ কারখানা বন্ধ, বেকার হাজার হাজার শ্রমিক