নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পরিকল্পনা কমিশনের নতুন সচিব হিসেবে মোহাম্মদ মাহবুবুর রহমানকে নিয়োগ দিয়েছে সরকার। গত সোমবার তাকে পদোন্নতি দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব থেকে পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা কমিশনের সচিব হিসেবে নিয়োগ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়।
জনপ্রশাসনের উপ-সচিব জামিল শবনম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মাহবুবুর রহমানকে পদোন্নতিপূর্বক সচিব পদে বদলি করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।