হোম > অর্থনীতি

আন্তর্জাতিক মানদণ্ডে খেলাপি গণনা শুরু ২০২৮ সালে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ প্রায় ৩ লাখ কোটি টাকা; যা মোট ঋণের প্রায় ১৭ শতাংশ। মাত্রাতিরিক্ত খেলাপির কারণে সঞ্চিতি সংরক্ষণের (প্রভিশন) পরিমাণ বেড়েছে; যা অনেক ব্যাংকের পক্ষে পূরণ করা সম্ভব হচ্ছে না। এ নিয়ে আপত্তি তুলেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

আইএমএফের প্রস্তাবিত আর্থিক খাতের সংস্কারের মধ্যে খেলাপি এবং প্রভিশনিং নিয়ে সুনির্দিষ্ট প্রস্তাব রয়েছে। প্রস্তাব বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংক ও আইএমএফের মধ্যে ইতিমধ্যে চুক্তি হয়েছে। সেই চুক্তি অনুযায়ী, ২০২৭ সালের মধ্যে খেলাপি ঋণ এবং প্রভিশনিং আন্তর্জাতিক মানের করতে বিশদ সময়কাঠামো ঘোষণা করেছে; যা ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্টান্ডার্ড-৯-এর (আইএফআরআই-৯) কাঠামো অনুযায়ী ২০২৮ সাল থেকে শতভাগ বাস্তবায়ন করা হবে মর্মে আজ বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

নির্দেশনায় বলা হয়, আইএফআরআই-৯-এর আওতায় গ্রাহকের এক্সপেকটেডম ক্রেডিট লস (ইসিএল) পদ্ধতিতে প্রভিশন সংরক্ষণ করা হবে। আর ইসিএল মূল্যায়নের ক্ষেত্রে ব্যাংকের গ্রাহক বা প্রতিষ্ঠান কিংবা কোম্পানির অতীত, বর্তমান ও ভবিষ্যতের ঝুঁকি ও সম্ভাবনা বিবেচনা করা হবে। এ ছাড়া কেন্দ্রীয় ব্যাংকের নতুন রোডম্যাপে আর্থিক এবং সামষ্টিক অর্থনীতির সঙ্গে সম্পর্কিত বিষয়াবলিতে গুরুত্ব আরোপের কথা জানানো হয়েছে। একই সঙ্গে ঋণখেলাপির বিদ্যমান শ্রেণীকরণ স্টান্ডার্ড (এসএস), ডাইডফুল (ডিএফ), ব্যাড অ্যান্ড লস (ইএল) হিসাব থাকবে না। নতুন পদ্ধতিতে ঋণ শ্রেণীকরণের ধরন হবে ফেজ-১, ফেজ-২ ও ফেজ-৩।

প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন রোপম্যাপ বাস্তবায়নে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বা সিইওর নেতৃত্বে শক্তিশালী কমিটি গঠন করা হবে। সেই কমিটি সুনির্দিষ্ট নিয়ম মেনে যাবতীয় কার্যক্রম পরিচালনা করবে এবং বাংলাদেশ ব্যাংকের বেঁধে দেওয়া সময় অনুযায়ী প্রতিবেদন দাখিল করবে। এ ছাড়া ব্যাংকগুলোর বাস্তবায়ন কমিটিতে ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট (সিআরএম), ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টস (এফএ), তথ্যপ্রযুক্তি (আইটি), চিফ রিস্ক অফিসার (সিআরও), চিফ ফাইন্যান্সিয়াল অফিসারসহ (সিএফও) সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের মাধ্যমে সুচারুরূপে প্রতিবেদন তৈরি করে ব্যাংকের পরিচালনা পর্ষদকে অবহিত করবে। নতুন সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনের দেশের বাইরে থেকে কারিগরি ও দক্ষতাসংক্রান্ত সহায়তা নেওয়া যাবে।

কড়া বার্তা দিয়ে সরল কেন্দ্রীয় ব্যাংক

রাজস্ব সংগ্রহের গতি অস্বাভাবিক কম

অর্থনীতির সুরক্ষায় প্রয়োজন দ্রুত রাজনৈতিক সরকার

প্রক্রিয়াজাত খাদ্যপণ্যে বর্ধিত মূসক-শুল্ক প্রত্যাহারের দাবি, আশ্বাস এনবিআরের

শেকৃবি ও ডিএআই গ্লোবালের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

‘এলজি ওলেড ইভো সি-৪’ সিরিজের টিভি বাজারে আনল র‍্যাংগস ইলেকট্রনিকস

বাস, বিমান ও ট্রেনের টিকিট বুকিংয়ে বিকাশ পেমেন্টে মিলছে ক্যাশব্যাক

ট্রাস্ট ব্যাংকের জন্য ৪৫০ কোটি টাকার বন্ড ইস্যু ইউসিবি ইনভেস্টমেন্টের

আয়ুর্বেদিক চিকিৎসা শিক্ষা আইনের খসড়া প্রস্তাবের ওপর মতবিনিময় সভা

আইডিএলসি ফাইন্যান্সে যাত্রা শুরু করল ‘আইডিএলসি ইসলামিক’

সেকশন