হোম > অর্থনীতি

১৬৭ কোটি ডলার পরিশোধের পরেও রিজার্ভ সন্তোষজনক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফাইল ছবি

দেশে ডলার সংকটের চাপ কিছুটা কমে এসেছে। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) মাধ্যমে আমদানি পণ্যের নভেম্বর ও ডিসেম্বর মাসের বিল বাবদ ১ দশমিক ৬৭ বিলিয়ন ডলার পরিশোধ করার পরও বৈদেশিক মুদ্রার রিজার্ভে বড় ধরনের পতন হয়নি। আজ বৃহস্পতিবার আকুর দায় পরিশোধের পর বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ দাঁড়িয়েছে ২৪ দশমিক ৯০ বিলিয়ন ডলার।

তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) মানদণ্ড বিপিএম-৬ অনুসারে, রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২০ দশমিক শূন্য ১ বিলিয়ন ডলারে।

চলতি দায় হিসেবে প্রায় ৪ দশমিক ৭৫ বিলিয়ন ডলার বাদ দেওয়ার পর বর্তমানে দেশের ব্যয়যোগ্য রিজার্ভের পরিমাণ প্রায় ১৫ দশমিক ২৫ বিলিয়ন ডলার। উল্লেখ্য, আইএমএফের পরামর্শ অনুযায়ী ডিসেম্বর পর্যন্ত ব্যয়যোগ্য রিজার্ভের লক্ষ্য ছিল ১৫ দশমিক ৩২ বিলিয়ন ডলার। প্রায় লক্ষ্যমাত্রার কাছাকাছি থাকায় সংশ্লিষ্ট কর্মকর্তারা এই অবস্থান নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, নভেম্বর ও ডিসেম্বর মাসের জন্য এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) দেশভুক্ত ৯টি দেশের আমদানি পণ্যের বিল বাবদ ১ দশমিক ৬৭ বিলিয়ন ডলার পরিশোধ করা হয়েছে। এর আগে সেপ্টেম্বর-অক্টোবর মাসে এ পরিমাণ ছিল ১ দশমিক ৫০ বিলিয়ন ডলার। সেপ্টেম্বর-অক্টোবর মাসে আকু বিল পরিশোধের পর বিপিএম-৬ মানদণ্ড অনুযায়ী বৈদেশিক মুদ্রার রিজার্ভ নেমে এসেছিল ১৮ দশমিক ১৯ বিলিয়ন ডলারে। তবে নভেম্বর-ডিসেম্বরের আকু বিল পরিশোধের পরও রিজার্ভের স্থিতিশীলতা বজায় রয়েছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, রিজার্ভের পরিমাণ ২০ বিলিয়ন ডলারের বেশি, যা অর্থনীতির স্থিতিশীলতায় একটি ইতিবাচক ইঙ্গিত।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা আজকের পত্রিকাকে বলেন, গতকাল আকুর দায় পরিশোধ ও সমন্বয় করা হয়েছে। বর্তমানে দেশের রিজার্ভ পরিস্থিতি সন্তোষজনক। ডলার নিয়ে এখন আর কোনো উল্লেখযোগ্য অভিযোগ নেই। সব মিলিয়ে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক ও স্থিতিশীল। আশা করা যায়, সামনে রিজার্ভ আরও বৃদ্ধি পাবে।

হুসনে আরা শিখা আরও বলেন, আমদানি খরচ ও রেমিট্যান্স প্রবাহের ভারসাম্য রিজার্ভের ইতিবাচক অবস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পাশাপাশি সঠিক নীতিমালা প্রয়োগের ফলে অর্থনৈতিক চাপ অনেকটাই কমেছে।

১৫ বছরে শেয়ারবাজার সংকুচিত হয়েছে, অনেক পিছিয়েছে: ডিএসই চেয়ারম্যান

মূল্যস্ফীতিসহ পাঁচ ঝুঁকিতে বাংলাদেশ

নারীর প্রতি সহিংসতার অর্ধেকই অর্থনৈতিক

বিশ্ববাজারে বেড়েছে ডিজেলের দাম, রাশিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞার ফল

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

মাস্টারিং কমপ্লায়েন্স: ইনসাইটস অ্যান্ড স্ট্যাটেজিস ফর সোর্সিং অ্যান্ড সেলস লিডার্স ইন রেস্পন্সিবল টেক্সটাইলস সেমিনার অনুষ্ঠিত

আরলা ফুডস বাংলাদেশ লিমিটেডের নতুন ৩ পণ্য লঞ্চ

২২ হাজার টন চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়ল মিয়ানমারের জাহাজ

পরবর্তী দুই অর্থবছরে ভারতের প্রবৃদ্ধি হবে ৬.২ শতাংশ হারে

সংকটে বাংলাদেশের অর্থনীতি, প্রবৃদ্ধি নামবে ৪.১ শতাংশে: বিশ্বব্যাংক

সেকশন