নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মোবাইল ব্যাংকিং সেবা প্রতিষ্ঠান নগদ লিমিটেডে প্রশাসক নিয়োগ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
নগদের পরিচালক শাফায়েত আলমের করা রিটের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মোহাম্মদ মাহবুব-উল ইসলামের বেঞ্চ এ রুল জারি করেন।
অর্থ সচিব, ডাক ও টেলিযোগাযোগ সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
রিটকারীর আইনজীবী মোস্তাফিজুর রহমান খান বলেন, নগদকে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ দেওয়া হয়নি। যার কারণে গত সপ্তাহে রিট করা হয়। তবে আদালত রুল জারি করলেও প্রশাসক নিয়োগের আদেশের কার্যকারিতা স্থগিতে কোনো আদেশ দেননি।
গত ২১ আগস্ট মুহাম্মদ বদিউজ্জামান দিদারকে নগদের প্রশাসক হিসেবে নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক। পরে পরিচালক শাফায়েত আলম প্রশাসক নিয়োগের আদেশ চ্যালেঞ্জ করে রিট করেন।