Ajker Patrika
হোম > অর্থনীতি

বাংলাদেশের অর্থনীতি আশাব্যঞ্জক নয়: আইএমএফ

অনলাইন ডেস্ক

বাংলাদেশের অর্থনীতি আশাব্যঞ্জক নয়: আইএমএফ
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) গবেষণা বিভাগের ডেভেলপমেন্ট ম্যাক্রোইকোনমিকসের প্রধান ক্রিস পাপাজর্জিওর সংবাদ সম্মেলন। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশের অর্থনীতির চিত্র খুব একটা আশাব্যঞ্জক নয় বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) গবেষণা বিভাগের ডেভেলপমেন্ট ম্যাক্রোইকোনমিকসের প্রধান ক্রিস পাপাজর্জিও। আজ বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বাংলাদেশকে আইএমএফের ঋণের চতুর্থ কিস্তি ছাড়ের আগে শর্ত বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা ও নতুন ঋণের বিষয়ে দর-কষাকষি করতে গত ৩ ডিসেম্বর থেকে ক্রিস পাপাজর্জিওর নেতৃত্বে ১৩ সদস্যের একটি প্রতিনিধিদল ঢাকা সফর করছে। প্রতিনিধিদলটি তাদের মিশন শেষে আজ সাংবাদিকদের সঙ্গে কথা বলে।

এ সময় ক্রিস পাপাজর্জিও বলেন, ‘বাংলাদেশের অর্থনীতির চিত্র খুব একটা আশাব্যঞ্জক নয়, দীর্ঘদিনেও নিয়ন্ত্রণে আসছে না মূল্যস্ফীতি, যা আইএমএফের ধারণার চেয়েও অনেক বেশি।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশকে সহায়তা দেওয়ার বিষয়ে ইতিবাচক আইএমএফ। তবে অভ্যন্তরীণ আয় বৃদ্ধি এবং ব্যাংক খাতের সংস্কার চলমান রাখতে হবে।’

ক্রিস পাপাজর্জিও বলেন, চলমান ঋণ কর্মসূচির আওতায় বাংলাদেশের জন্য চতুর্থ কিস্তিতে ৬৪ কোটি ৫০ লাখ ডলার ছাড় করতে আগামী পাঁচ ফেব্রুয়ারি আইএমএফের নির্বাহী পর্ষদ সভায় উপস্থাপন করা হবে। পর্ষদে অনুমোদন হলে ১০ ফেব্রুয়ারি তা ছাড় করা হবে।

টিআইএনের মতো বিআইএন বাধ্যতামূলক করার উদ্যোগ

ইসলামী ব্যাংকের এমডিকে বরখাস্তে বাধা রাজনৈতিক প্রভাব

খেজুরে অতি মুনাফা, হতাশ ক্রেতা

দুর্বল ব্যাংকের ভবিষ্যৎ অনিশ্চিত

সেন্ট্রাল ফার্মার ক্ষতি শতকোটির বেশি

ভাসমান গুদাম হয়ে উঠছে লাইটার জাহাজ, ৭২ ঘণ্টার মধ্যে বন্দর ছাড়ার নির্দেশ

ফের দেড় লাখের নিচে নামল সোনার ভরি

তৃতীয় বছরে পা দিল ‘কই তে’ বাংলাদেশ

সার্কুলার ইকোনমি নিয়ে ব্র্যাক ব্যাংক, ইআইবি ও ফ্রাঙ্কফুর্ট স্কুলের বিশেষ প্রশিক্ষণের আয়োজন

‘জেলায় জেলায় স্মার্ট উদ্যোক্তার’ সাফল্য উদ্‌যাপন করল জিপি অ্যাক্সিলারেটর