হোম > অর্থনীতি

বিটকয়েনের দরজা খুলল যুক্তরাজ্য, একলাফে দাম উঠল ৭১ হাজার ডলার

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যের আর্থিক নজরদারি কর্তৃপক্ষ দেশটির মুদ্রাবাজারে প্রথমবারের মতো ক্রিপ্টোকারেন্সিকে যুক্ত করার ঘোষণা দিয়েছে। এই ঘোষণার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আজ সোমবার একেকটি বিটকয়েনের দাম ৭১ হাজার ডলারে পৌঁছায়। মুদ্রাটির ইতিহাসে যা এখন পর্যন্ত সর্বোচ্চ দাম। 

এ বিষয়ে এনবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের আর্থিক পরিচালনা কর্তৃপক্ষ (এফসিএ) আজ সোমবার একটি নোটিশ জারি করে। এতে বলা হয়েছে—ক্রিপ্টো মুদ্রা দ্বারা মূল্যায়িত নোট বা ইটিএনের (ETN) জন্য তালিকাভুক্ত মার্কেট সেগমেন্ট তৈরি করার ক্ষেত্রে স্বীকৃত বিনিয়োগ এক্সচেঞ্জের অনুরোধে আপত্তি করা হবে না। তবে এ ক্ষেত্রে এক্সচেঞ্জগুলোকে নিশ্চিত করতে হবে যে, তাদের যথেষ্ট নিয়ন্ত্রণ রয়েছে। ট্রেডিংকে সুশৃঙ্খল এবং পেশাদার বিনিয়োগকারীদের যথাযথ সুরক্ষা দিতেই এই নিয়ন্ত্রণ প্রয়োজন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের সিদ্ধান্তের পর যুক্তরাষ্ট্রের সময় অনুযায়ী সোমবার ভোর সাড়ে ৪টার দিকেই বিটকয়েনের দাম ৩ শতাংশ বেড়ে ৭১ হাজার ৭২৬ ডলারে পৌঁছায়। এটিই এখন পর্যন্ত একটি বিটকয়েনের সর্বোচ্চ দাম। একইভাবে ২ শতাংশ দাম বেড়ে ডিজিটাল মুদ্রা ইথারের মূল্য পৌঁছায় ৪ হাজার ১৪ ডলারে। 

এদিকে আর্থিক পরিচালনা কর্তৃপক্ষের (এফসিএ) সিদ্ধান্তের প্রেক্ষিতে সোমবার একটি পৃথক বিবৃতিতে লন্ডন স্টক এক্সচেঞ্জ জানিয়েছে, তারা চলতি বছরের দ্বিতীয় ত্রৈমাসিক (এপ্রিল-মে-জুন) থেকেই বিটকয়েন এবং ইথার ইটিএন যুক্ত করার জন্য আবেদন গ্রহণ করবে। 

যুক্তরাজ্যের আর্থিক পরিচালনা কর্তৃপক্ষ (এফসিএ) স্পষ্ট করেছে—শুধুমাত্র পেশাদার বিনিয়োগকারীরাই ইটিএন (ETN) কিনতে সক্ষম হবে। যুক্তরাজ্য বর্তমানে খুচরা বিনিয়োগকারীদের ক্রিপ্টো সম্পর্কিত ইটিএন বা ডেরিভেটিভ কেনার অনুমতি দেয় না। কারণ ভোক্তাদের জন্য এগুলোকে খুবই ঝুঁকিপূর্ণ বিবেচনা করা হয় দেশটিতে। 

এ বিষয়ে এফসিএর বিবৃতিতে উল্লেখ করা হয়েছে—‘লোকেদের আবারও মনে করিয়ে দেওয়া হচ্ছে যে, ক্রিপ্টোসেটগুলো উচ্চ ঝুঁকিপূর্ণ এবং মূলত অনিয়ন্ত্রিত। যারা বিনিয়োগ করেন তাদের সমস্ত অর্থ হারানোর জন্য প্রস্তুত থাকতে হবে।’

ভরসার বিমায় হতাশার ছায়া

মিডিয়াকমের ব্যাডমিন্টন টুর্নামেন্টের শিরোপা পেল নিউজ ২৪

এনআরবি ব্যাংকের বার্ষিক ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সাউথইস্ট ব্যাংকের ‘বিজনেস পলিসি ও প্ল্যানিং কনফারেন্স’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন শুরু

ইবিএল প্রধান কার্যালয়ে ‘আর্থিক তথ্য প্রকাশ’ বিষয়ে কর্মশালা

ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের ‘পার্টনার্স টুগেদার’ সম্মেলন অনুষ্ঠিত

জুলস পাওয়ারের এমডি প্রয়াত নুহের লতিফকে বনানীতে সমাহিত

অনূর্ধ্ব-১৯ নারী টি-২০ বিশ্বকাপ বিনা মূল্যে দেখা যাবে টফিতে

পর্দা নামল ২৩তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক প্রদর্শনীর

সেকশন