Ajker Patrika
হোম > অর্থনীতি

জাপান থেকে মোংলা বন্দরে এল ২২৭টি রিকন্ডিশন্ড গাড়ি

 মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

জাপান থেকে মোংলা বন্দরে এল ২২৭টি রিকন্ডিশন্ড গাড়ি
জাপান থেকে ২২৭টি রিকন্ডিশন্ড গাড়ি আমদানি করা হয়েছে। ছবি: আজকের পত্রিকা

জাপান থেকে ২২৭টি রিকন্ডিশন্ড গাড়ি আমদানি করা হয়েছে। গতকাল শনিবার বিকেল ৫টায় মার্শাল আইল্যান্ড পতাকাবাহী ভাইকিং ড্রাইভ জাহাজে করে মোংলা বন্দরে এই গাড়ি আমদানি হয়।

গাড়িবাহী জাহাজটির শিপিং এজেন্ট ক্রাউন নেভিগেশন কোম্পানি প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপক মো. আনোয়ার হোসেন বলেন, গত বছরের ২৪ ডিসেম্বর জাপান থেকে ৬৭৬টি গাড়ি নিয়ে জাহাজটি ছেড়ে এসে জানুয়ারি মাসের ২৯ তারিখ চট্টগ্রাম বন্দরে নোঙর করে। সেখানে ৪৪৬টি গাড়ি খালাসের পর ২২৭টি গাড়ি মোংলা বন্দরে শনিবার বিকেল ৫টায় ৭ নম্বর জেটিতে নোঙর করে। এরপর গতকাল সন্ধ্যা থেকেই পর্যায়ক্রমে গাড়িগুলো খালাস শুরু হয়।

মোংলা বন্দরের ট্রাফিক বিভাগ সূত্রে জানায়, ২০০৯ সাল থেকে শুরু করে এ পর্যন্ত মোংলা বন্দরে প্রায় দুই লাখ গাড়ি আমদানি হয়েছে। যা মোট আমদানি করা গাড়ির শতকরা ৬০ ভাগ। এ ছাড়া ২০২৩-২৪ অর্থ বছরে মোংলা বন্দর দিয়ে ১৫ হাজার ৩৪০টি গাড়ি আমদানি হয়েছে। আর ২০২২-২০২৩ অর্থ বছরে আমদানি ছিল ১৩ হাজার ৫৭১টি গাড়ি।

দাম কমলেই শেয়ার কেনেন মালিকেরা

কনটেইনারের চাপে চট্টগ্রাম বন্দর

কর্মসংস্থান ও বাক্‌স্বাধীনতায় অগ্রাধিকার চান তরুণেরা

৫% ঋণ এককালীন শোধে মিলবে এক্সিট সুবিধা

এলডিসি উত্তরণে আরও তিন বছর সময় দরকার

সিটিজেনস ব্যাংকের ক্রিকেট লিগ উদ্বোধন

ঢাকার এয়ারপোর্ট রোডে টুয়েলভের নতুন আউটলেট

ঈদে নতুন নোট বিতরণ স্থগিত

কিছু উচ্ছৃঙ্খল কর্মচারীর ইন্ধনে ৫ মার্চের ঘটনা, দেশের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন: বিএসইসি চেয়ারম্যান

৫ শতাংশ এককালীন ঋণ পরিশোধে মিলবে এক্সিট সুবিধা