আরও দুটি তৈরি পোশাক প্রতিষ্ঠান পেয়েছে পরিবেশবান্ধব সবুজ কারখানার সনদ। নতুন যোগ হওয়া প্রতিষ্ঠানগুলো নিয়ে দেশে সবুজ কারখানার সংখ্যা বেড়ে দাঁড়াল ২২০টি। গতকাল বুধবার তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ এ তথ্য জানিয়েছে।
জানা গেছে, নতুন পরিবেশবান্ধব সনদ পাওয়া প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি গাজীপুরের কাশিপুর শ্রীরামপুরে অবস্থিত গ্রাফিক্স টেক্সটাইল লিমিটেড। কারখানাটি ৭৮ পয়েন্ট অর্জন করে লিড গোল্ড সনদ পেয়েছে। অন্যটি কাশিপুর জারুন (দক্ষিণ) অবস্থিত কটন ক্লাব অ্যান্ড কটন ক্লাউট। কারখানাটি ৭১ পয়েন্ট অর্জন করে লিড গোল্ড সনদ পেয়েছে।
বিজিএমইএর তথ্যানুযায়ী, বিশ্বের ১০০টি শীর্ষ পরিবেশবান্ধব সবুজ কারখানার মধ্যে ৫৬টি অর্থাৎ অর্ধেকের বেশি বাংলাদেশে। এ তালিকায় সর্বশেষ যোগ হয়েছে আরও ২টি প্রতিষ্ঠান। নতুন যোগ হওয়া পরিবেশবান্ধব সবুজ কারখানা নিয়ে মোট ২২০টি লিড প্রত্যয়িত কারখানার মধ্যে ৮৪টি প্লাটিনাম রেটেড এবং ১২২টি গোল্ড রেটেড, সিলভার ১০টি এবং সার্টিফায়েড ৪টি কারখানা। এখন বিশ্বব্যাপী শীর্ষ ১০০টি সর্বোচ্চ মানের লিড পরিবেশবান্ধব কারখানার মধ্যে ৫৬টি বাংলাদেশে রয়েছে।