হোম > অর্থনীতি

আপেল, আঙুর, নাশপাতি, কমলা আমদানিতে অগ্রিম কর কমল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আপেল, আঙুর, নাশপাতি, কমলা, মাল্টাসহ বিভিন্ন ধরনের তাজা ফল আমদানিতে অগ্রিম কর কমানো হয়েছে। এখন থেকে ৫ শতাংশ অগ্রিম কর দিলেই এসব পণ্য আমদানি করা যাবে। এত দিন ১০ শতাংশ অগ্রিম কর দিতে হতো। আজ বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ-সংক্রান্ত একটি আদেশ জারি করে। অবিলম্বে এটি কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

যেসব তাজা ফল আমদানিতে অগ্রিম কর কমানো হয়েছে সেগুলো হলো তাজা বা শুকনা কমলালেবু, আঙুর, আপেল, নাশপাতি ও লেবুজাতীয় ফল।

এর আগে গত ৯ জানুয়ারি আমদানি করা ফলের ওপর সম্পূরক শুল্ক ২০ থেকে ৩০ শতাংশ করা হয়েছিল। ফলে বাজারে আমদানি করা বিদেশি ফলের দাম বেড়ে যায়।

শুল্ক-কর কত

বর্তমানে ফল আমদানির ওপর ২৫ শতাংশ আমদানি শুল্ক, ২০ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক, ৩০ শতাংশ সম্পূরক শুল্ক, ৫ শতাংশ অগ্রিম কর, ১৫ শতাংশ ভ্যাট, ৫ শতাংশ আগাম কর আছে।

মোটামুটি যত ধরনের শুল্ক-কর আছে, সবই বসে ফলের ওপর। সব মিলিয়ে এত দিন শুল্ক-করভার ১৩৬ শতাংশ। ১০০ টাকার ফল আমদানি করলে ১৩৬ টাকা কর দিতে হতো। অগ্রিম কর কমানোয় এখন করভার কিছুটা কমবে।

এনবিআর সূত্রে জানা গেছে, প্রচলিত আমদানি পণ্যের মধ্যে গাড়ি ও মদ-সিগারেটের পর তাজা ফল আমদানিতেই সবচেয়ে শুল্ক-কর দিতে হয়।

বর্তমানে দেশে ৩৮ ধরনের ফল আমদানি করা হয়। এনবিআরের তথ্য অনুযায়ী ২০২৩-২৪ অর্থবছরে সাড়ে ৪ হাজার কোটি টাকার ফল আমদানি হয়েছে। ফল আমদানি থেকে সরকার রাজস্ব আদায় হয়েছে ৫ হাজার ১৩৯ কোটি টাকা।

পুঁজিবাজারের উন্নয়নে অংশীজনদের একত্রে কাজ করতে হবে: বিএসইসি চেয়ারম্যান

তৈরি পোশাকে অভ্যন্তরীণ উৎপাদনে নজর যুক্তরাষ্ট্রের, বাংলাদেশের জন্য কতটা শঙ্কার

নির্বিঘ্নে কর দিতে চান ব্যবসায়ীরা

সংস্কারে রাজস্ব বাড়বে ২০ হাজার কোটি

সয়াবিনের সরবরাহ বাড়লেও সমস্যা কিছু পণ্যের দামে

এই ঈদে ২০ হাজার টাকার মধ্যে কিনুন টেকনোর অত্যাধুনিক কিছু স্মার্টফোন

রমজান ও অন্যান্য উৎসব উদ্‌যাপনে ভিসা কার্ডধারীদের জন্য আকর্ষণীয় রিওয়ার্ড ও অফার

তিন মাসে কোটিপতি বেড়েছে ৫ হাজার

যাত্রীদের জন্য উড়োজাহাজে জরুরি মেডিকেল সেবা স্টেশন স্থাপন করছে এমিরেটস

গ্রামীণ সড়ক উন্নয়নে সুকুক বন্ডে তোলা হবে ৩ হাজার কোটি টাকা