Ajker Patrika
হোম > অর্থনীতি

সার্ভার ত্রুটিতে ডিএসইর লেনদেনে বিলম্ব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সার্ভার ত্রুটিতে ডিএসইর লেনদেনে বিলম্ব

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে বিঘ্ন ঘটেছে। সার্ভার সমস্যার কারণে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে আজ সোমবার নির্ধারিত সময়ে ডিএসইতে লেনদেন শুরু করা সম্ভব হয়নি।

অবশ্য অল্প সময়ের মধ্যে সমস্যার সমাধান করে ডিএসইতে লেনদেন শুরু হয়। নির্ধারিত সময় অনুযায়ী সকাল ১০টা থেকে ডিএসইতে লেনদেন শুরু হওয়ার কথা। তবে এদিন ডিএসইতে লেনদেন শুরু হয় ১০টা ১০ মিনিটে।

এ বিষয়ে একটি ব্রোকারেজ হাউসের লেনদেন পরিচালনার দায়িত্বে থাকা এক কর্মকর্তা বলেন, ‘আমরা সকাল ১০টায় লগিং করে লেনদেন করতে পারিনি। ১০টা ১০ মিনিট থেকে লেনদেন করা সম্ভব হয়েছে। বাজারে এমনিতেই মন্দা অবস্থা। এর মধ্যে লেনদেনে বিঘ্ন ঘটলে তা বিনিয়োগকারীদের মধ্যে নেতিবাচক বার্তা দেয়।’

এর আগে, ৫ জানুয়ারি নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা পর ডিএসইতে লেনদেন শুরু হয়।

লেনদেনে বিঘ্ন ঘটার কারণ জানতে চাইলে ডিএসইর উপমহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান বলেন, ‘একটা সার্ভারে সামান্য সমস্যা দেখা দেয়। আমাদের আইটি বিভাগ দ্রুত সমস্যার সমাধান করেছে এবং লেনদেন শুরু হয়েছে। পাঁচ মিনিটের মতো লেনদেনে সমস্যা হয়েছিল।’

আমরা একটা ঋণগ্রস্ত জাতিতে পরিণত হয়েছি: এনবিআর চেয়ারম্যান

সেইলরের ঈদ আয়োজন

এআই নির্ভরতা বাড়াচ্ছে ডিবিএস ব্যাংক, চাকরি হারাবেন ৪০০০ কর্মী

শুরু হলো ৩ দিনব্যাপী বাপা ফুডপ্রো

যুক্তরাষ্ট্রে ৫০০ বিলিয়ন ডলার বিনিয়োগ ও ২০ হাজার চাকরি দেবে অ্যাপল

কোথায় থেমে সংস্কার, ব্যাখ্যা দাবি

‘ভুল নীতিতে’ বস্ত্র খাত এখন চরম সংকটে

তিন মার্চেন্ট ব্যাংকের কার্যক্রম পর্যালোচনার সিদ্ধান্ত

২৩ দিনেই ২ বিলিয়ন ডলারের মাইলফলক রেমিট্যান্সে

স্বাভাবিক কার্যক্রম চালাতে সরকারের সহায়তা চায় অর্থনীতি সমিতি