নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পদ্মা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তারেক রিয়াজ খান পদত্যাগ করেছেন। ৬ এপ্রিল পদ্মা ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় তাঁর পদত্যাগ অনুমোদন করা হয় বলে জানা গেছে।
তারেক রিয়াজ খান জানান, নতুন একটি ব্যাংকে যোগ দেবেন, এই জন্য পদত্যাগ করেছেন। ওই ব্যাংকে যোগদানের বিষয়টি কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলেও জানান তিনি।
এদিকে এক্সিম ব্যাংকের সঙ্গে পদ্মা ব্যাংক একীভূতকরণ বাস্তবায়ন করতে প্রতিষ্ঠান দুটির সম্পদ মূল্যায়ন করতে নিরীক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী তিন মাসের মধ্যে দুটি ব্যাংকের আর্থিক অবস্থা মূল্যায়ন করে চূড়ান্ত প্রতিবেদন দেবে নিরীক্ষক প্রতিষ্ঠান।
এর আগে, গত ১৮ মার্চ ব্যাংক দুটি একীভূতকরণের সমঝোতা চুক্তিতে সই করে। এটি ছিল একীভূতকরণ প্রক্রিয়ার প্রথম ধাপ। কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালায় বলা হয়েছে, সম্পদ মূল্যায়নে উভয় ব্যাংককে একমত হতে হবে। যদি তারা চুক্তিতে পৌঁছাতে না পারে, তাহলে বাংলাদেশ ব্যাংক মধ্যস্থতাকারী হয়ে মতপার্থক্য দূর করতে সহায়তা করবে।