হোম > অর্থনীতি

রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার শুরু বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন। ছবি: আজকের পত্রিকা

আবাসন খাতের আয়োজন রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার ২০২৫ শুরু হচ্ছে ১৩ ফেব্রুয়ারি। র‍্যাডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে এ মেলা চলবে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত। এতে ৪২টি প্রতিষ্ঠানের ৬৫টি স্টল থাকছে।

আজ মঙ্গলবার রিহ্যাব চট্টগ্রাম কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান দেলোয়ার হোসেন। এ সময় রিহ্যাব পরিচালক ও রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান-১ মোহাম্মদ মোরশেদুল হাসান, সদস্য সৈয়দ ইরফানুল আলম, সারিস্থ বিনতে নূর, নূর উদ্দিন আহাম্মদ, মোহাম্মদ মাঈনুল হাসান, মেলা আয়োজক কমিটির সদস্য রেজাউল করিম, মোহাম্মদ জাফর, হৃষিকেশ চৌধুরী, এ এস এম আবদুল গাফফার মিয়াজী ও নূর মোহাম্মদ উপস্থিত ছিলেন।

রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট দেলোয়ার হোসেন বলেন, ‘বৈষম্যমূলক ড্যাপের কারণে দেশে আবাসন খাতে বিনিয়োগে স্থবিরতা চলছে। ফলে বাড়ছে না কর্মসংস্থান। অসংখ্য লোক বর্তমানে বেকার। নতুন প্রকল্প নিতে সমস্যা হওয়ায় তলানিতে এসে ঠেকেছে ফ্ল্যাট তৈরি। এ মুহূর্তে আবাসন খাতের কয়েকটি সমস্যার মধ্যে সবচেয়ে বড় সমস্যা নতুন বৈষম্যমূলক ড্যাপ।’

সংবাদ সম্মেলনে রিহ্যাবের পক্ষ থেকে দ্রুত ড্যাপ (২০২২-৩৫) সংশোধন করে ২০০৮-এর বিধিমালা কার্যকর করার দাবি জানানো হয়।

মেলার উদ্দেশ্য সম্পর্কে দেলোয়ার হোসেন বলেন, ‘আমাদের সদস্য এবং ক্রেতাদের মধ্যে সেতুবন্ধ তৈরি করতে এই ফেয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একসঙ্গে অনেক প্রতিষ্ঠান যাচাই-বাছাই করার সুযোগ রিহ্যাব ফেয়ার ছাড়া সম্ভব নয়। কম সময়ে এক ছাদের নিচে সব সেবা পাবেন ক্রেতারা। শুধু ফ্ল্যাট-প্লটই নয়, একসঙ্গে গৃহঋণ এবং বাড়ি তৈরির নানা উপকরণও যাচাই করতে পারবেন ক্রেতারা। রিহ্যাব ফেয়ার সাধ ও সাধ্যের মধ্যে মনের মতো ফ্ল্যাট বা প্লট খুঁজে নিতে ক্রেতাদের সাহায্য করবে।’

মেলার উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদত হোসেন। প্রথম দিন উদ্বোধনের পর বেলা ২টা থেকে ক্রেতা-দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত। বাকি দিনগুলোতে সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত ক্রেতা-দর্শনার্থীরা মেলা ঘুরে দেখতে পারবেন।

ট্রান্সশিপমেন্ট বাতিলের পর ঢাকা ও সিলেট বিমানবন্দর দিয়ে পোশাক রপ্তানি করা হবে: বাণিজ্য উপদেষ্টা

ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিল ইস্যুতে বাণিজ্য মন্ত্রণালয়ে জরুরি বৈঠক

চীন ছাড়া সব দেশের জন্য পাল্টা শুল্ক ৩ মাস স্থগিত ঘোষণা করলেন ট্রাম্প

ভারতের তৈরি পোশাক খাতের চাপে বাতিল বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা

নেপাল-ভুটানে রপ্তানিতে ট্রান্সশিপমেন্ট বাতিলের প্রভাব পড়বে না, দাবি ভারতের

বাংলাদেশ ব্যবসার জন্য সেরা জায়গা: ইউনূস

চীনের সঙ্গে শুল্কযুদ্ধে চাপের মুখে মার্কিন বন্ড

যুক্তরাষ্ট্রের ১০৪ শতাংশ শুল্কের জবাবে চীন বসাল ৮৪

বাংলাদেশে বিনিয়োগে বড় যে পাঁচটি বাধার কথা বলল আইএফসি

পুঁজিবাজারে শরিয়াহ্ অ্যাডভাইজরি কাউন্সিল গঠন করবে বিএসইসি