Ajker Patrika
হোম > অর্থনীতি

বিশ্ববাজারে চাল ও গমের দাম কমেছে

অনলাইন ডেস্ক

বিশ্ববাজারে চাল ও গমের দাম কমেছে

বিশ্ববাজারে চাল ও গমের দাম কমেছে। এশিয়ার বাজারে চাহিদার চেয়ে চালের সরবরাহ বেশি থাকায় দাম কমেছে। আর যুক্তরাষ্ট্র ও রাশিয়ায় ভালো ফলনের কারণে টানা তৃতীয় মাসের মতো গমের দাম কমেছে।   

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) বলছে, যুক্তরাষ্ট্র ছাড়া এশিয়ার সবগুলো দেশের চালের ক্রয়াদেশ কমেছে। এ কারণে চালের দামের সাধারণ সূচক ১ দশমিক ৭ শতাংশ কমে ১৩৮ দশমিক ১ পয়েন্টে নেমেছে। 

খাদ্যমূল্য নিয়ে এফএওর হালনাগাদ প্রতিবেদনে বলা হয়, এশিয়ার প্রধান রপ্তানিকারকেরা মার্চজুড়েই ইনডিকা জাতের চালের দাম কমিয়ে ধরেছে। চাল উৎপাদনকারী প্রধান প্রধান দেশ ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড ও পাকিস্তানে সরবরাহ বেশি হওয়ায় দাম পড়েছে। 

সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ভিয়েতনামে। দেশটিতে রপ্তানির জন্য চালের দাম ফেব্রুয়ারির চেয়ে ৫ শতাংশ কমিয়ে প্রস্তাব করা হয়েছে। ভরা মৌসুমের চাল উৎপাদন ও মার্কিন ডলারের বিপরীতে স্থানীয় মুদ্রা ডং দুর্বল হওয়ায় এমনটি ঘটেছে বলে এফএও বলেছে। 

তাছাড়া রপ্তানি আদেশ উল্লেখযোগ্য হারে কমায় থাইল্যান্ড ও পাকিস্তানেও চালের দাম কিছুটা কমেছে। চালের বাজার চাঙা আছে শুধু যুক্তরাষ্ট্রে।

প্রতিবেদনের তথ্য পর্যালোচনায় দেখা যায়, ভিয়েতনামের চালের (২৫ শতাংশ ভাঙা) দাম এক মাসে ৪ দশমিক ৭ শতাংশ কমে টনপ্রতি ৫৪৫ দশমিক ৬০ ডলারে নেমেছে। একই ধরনের পাকিস্তানি চালের দাম ১ দশমিক ৪ শতাংশ কমে টনপ্রতি ৫৩৩ দশমিক ৮০ ডলারে নেমেছে।   

আর থাইল্যান্ডের চালের (থাই হান্ড্রেড পার্সেন্ট বি) দাম ১ দশমিক ৩ শতাংশ কমে ৬৩০ ডলারে নেমেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের চালের দাম ১ দশমিক ৬ শতাংশ বেড়ে ৭৯২ দশমিক ৫০ ডলারে উঠেছে।

এফএওর প্রতিবেদন অনুযায়ী, রাশিয়ার গমের দাম কমেছে সবচেয়ে বেশি। ফেব্রুয়ারির তুলনায় মার্চে দাম ৮ দশমিক ৯ শতাংশ কমে টনপ্রতি গম ২০২ দশমিক ৭৫ ডলারে বিক্রি হয়।    

এ ছাড়া ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রে গমের দাম ৫ দশমিক ৩ শতাংশ ও ১ দশমিক ৪ শতাংশ কমে যথাক্রমে ২১৩ দশমিক ৮৬ ও ২৭৪ দশমিক ৩৫ ডলারে বিক্রি হয়।

রাজধানীতে শুরু হচ্ছে নারী উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাণিজ্য মেলা

স্বাধীনতার পর প্রথম পাকিস্তানের পতাকাবাহী জাহাজ আসছে বাংলাদেশে, প্রস্তুত মোংলা বন্দর

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

জা এন জি ইন্টার ইউনিভার্সিটি ভিআর ক্রিকেট চ্যালেঞ্জের ফাইনাল অনুষ্ঠিত

সয়াবিন তেল ও লেবুর দাম ভোগাচ্ছে ক্রেতাদের

বেপজায় রিং শাইনের জমির ইজারা বাতিল

হামদর্দের চিফ মোতোয়ালি ড. হাকিম মো. ইউছুফ হারুনের জন্মদিন উদ্‌যাপিত

সোনালী পেপারের শেয়ার কেলেঙ্কারিতে সাকিব আল হাসান জড়িত

৪৩৯ কোটি টাকার বিমা দাবি পরিশোধ গার্ডিয়ান লাইফের

আলু সংরক্ষণে ভাড়া বেঁধে দিল কৃষি বিপণন অধিদপ্তর