হোম > অর্থনীতি

প্যাকেট ও খোলা আটার দামে বিস্তর পার্থক্য, অস্বাভাবিক মুনাফা করছে কোম্পানি

আয়নাল হোসেন, ঢাকা

কোম্পানির মিল থেকে আটা ১ কেজি, ২ কেজি ও ৫০ কেজির প্যাকেট আকারে বাজারজাত করা হয়। ৫০ কেজির বস্তাজাত আটা সাধারণত খুলে বিক্রি করা হয়। সেই আটা যে দামে বিক্রি হয়, তার চেয়ে অনেক বেশি দামে বিক্রি করা হচ্ছে এক বা দুই কেজির প্যাকেট আটা।

রাজধানীর খুচরা বাজারে খোলা আটা প্রতি কেজি বিক্রি হচ্ছে কোম্পানিভেদে ৩৫-৪০ টাকায়। একই আটা প্যাকেটজাতের পর কিনতে হয় ৫৫-৬০ টাকায়। অর্থাৎ প্রতি কেজি আটায় দামের পার্থক্য হচ্ছে ২০ টাকা। খুচরা বিক্রেতারাও বলছেন, প্যাকেটজাত আটায় কোম্পানিগুলো অস্বাভাবিক মুনাফা করছে।

পুরান ঢাকার মৌলভীবাজারের খুচরা আটা বিক্রেতা সিরাজুল ইসলাম বলেন, খোলা ও প্যাকেটজাত আটার দামে বিস্তর ব্যবধান। নারায়ণগঞ্জের মিলের খোলা আটা তাঁরা বিক্রি করছেন প্রতি কেজি ২৮-৩০ টাকা দরে; আর নামী কোম্পানির আটা ৩৫-৩৮ টাকায়। অথচ একই আটা প্যাকেটজাত হিসেবে বিক্রি হচ্ছে ৫৫ টাকায়।

ঢাকার দোহার উপজেলার ইকরাশি বাজারের মেসার্স মনির হোসেন এন্টারপ্রাইজের ব্যবসায়ী আসাদুজ্জামান লিপু বলেন, প্রতি কেজি খোলা আটা তাঁরা বিক্রি করছেন ৩৮-৪০ টাকায়। আর দুই কেজির প্যাকেট আটার সর্বোচ্চ খুচরা মূল্য ১২০ টাকা। তবে তাঁরা নির্ধারিত দামের চেয়ে কিছুটা কমেও বিক্রি করেন। খোলা ও প্যাকেটে বিস্তর ব্যবধান থাকায় অনেক ক্রেতা প্যাকেটের আটা কিনতে চান না।

টি কে গ্রুপের মালিকানাধীন পুষ্টি ব্র্যান্ডের ৬ মে উৎপাদিত দুই কেজির প্যাকেটজাত আটার সর্বোচ্চ খুচরা মূল্য ১৩০ টাকা। একই ব্র্যান্ডের ৫০ কেজির বস্তাজাত আটার দাম ১ হাজার ৫৩০ টাকা অর্থাৎ কেজিপ্রতি ৩০ টাকা ৬০ পয়সা। সিটি গ্রুপের তীর আটার (এক কেজি) প্যাকেটের মূল্য ৬৫ টাকা; অথচ একই ব্র্যান্ডের ৫০ কেজির বস্তাজাত আটা বিক্রি হচ্ছে ১ হাজার ৬২০ টাকায়, যাতে প্রতি কেজির দাম পড়ে ৩২ টাকা ৪০ পয়সা। স্বাদ ব্র্যান্ডের দুই কেজির প্যাকেটজাত আটার দাম ১২০ টাকা। বসুন্ধরার এক কেজি প্যাকেটজাত আটার দাম ৬৫ টাকা। একই ব্র্যান্ডের ৫০ কেজির বস্তাজাত আটার দাম ১ হাজার ৫৫০ টাকা অর্থাৎ প্রতি কেজি ৩১ টাকা।

এ ছাড়া মেঘনা গ্রুপের ফ্রেস ব্র্যান্ডের আটার ১ কেজির প্যাকেটের দাম ৬৫ টাকা। আর ৫০ কেজির বস্তার দাম ১ হাজার ৫৮০ টাকা। সেই হিসাবে এই এক কেজির দাম পড়ে ৩১ টাকা ৬০ পয়সা।

তবে বাজারে কোনো কোনো বিক্রেতা নির্ধারিত দামের চেয়ে কিছুটা কমে বিক্রি করছেন; বিশেষ করে সুপারশপগুলোতে প্যাকেটজাত পণ্যের মেয়াদ শেষ হওয়ার আগে দামে ছাড় দেওয়া হচ্ছে।

একাধিক মুদিদোকানিও জানান, আটার সঙ্গে অন্যান্য পণ্য যাঁরা কিনছেন, তাঁদের কাছে দুই কেজির প্যাকেটজাত আটা বিক্রি করা হয় ১০০-১১০ টাকায়।

পুরান ঢাকার বেগমবাজার এলাকার প্যাকেজিং প্রতিষ্ঠান মেসার্স আল-আরাফা এন্টারপ্রাইজের মালিক আবদুস সাত্তার বলেন, আটা-ময়দার দুই কেজির একটি ফুড গ্রেডেড প্যাকেট তৈরি করতে খরচ হয় আড়াই থেকে তিন টাকা।

খোলা ও প্যাকেটজাত আটার দামের ব্যবধান সম্পর্কে জানতে চাইলে সিটি গ্রুপের পরিচালক বিশ্বজিত সাহা বলেন, ‘খোঁজখবর নিয়ে বলতে পারব।’

রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বাজার তদারকি প্রতিবেদন অনুযায়ী, গতকাল শনিবার রাজধানীর বিভিন্ন বাজারে প্রতি কেজি খোলা আটা বিক্রি হয়েছে ৩৫-৪৫ টাকা এবং প্যাকেটজাত আটা ৫০-৫৫ টাকায়। টিসিবির হিসাবমতে, প্রতি কেজি খোলা ও প্যাকেটজাত আটার দামে ব্যবধান হচ্ছে ১০-১৫ টাকা।

জাতীয় ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) বলছে, প্যাকেটজাত পণ্যে অস্বাভাবিক মুনাফা করছেন ব্যবসায়ীরা। সংগঠনের সহসভাপতি এস এম নাজের হোসেন বলেন, কোম্পানিগুলো ইচ্ছেমতো আটা-ময়দা ও চালের দাম নির্ধারণ করছে। সুরক্ষার দোহাই দিয়ে তারা অতিমুনাফা করছে। এটি রোধে নিয়ন্ত্রণের ব্যবস্থা থাকা জরুরি বলে তিনি মনে করেন।

ভরসার বিমায় হতাশার ছায়া

মিডিয়াকমের ব্যাডমিন্টন টুর্নামেন্টের শিরোপা পেল নিউজ ২৪

এনআরবি ব্যাংকের বার্ষিক ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সাউথইস্ট ব্যাংকের ‘বিজনেস পলিসি ও প্ল্যানিং কনফারেন্স’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন শুরু

ইবিএল প্রধান কার্যালয়ে ‘আর্থিক তথ্য প্রকাশ’ বিষয়ে কর্মশালা

ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের ‘পার্টনার্স টুগেদার’ সম্মেলন অনুষ্ঠিত

জুলস পাওয়ারের এমডি প্রয়াত নুহের লতিফকে বনানীতে সমাহিত

অনূর্ধ্ব-১৯ নারী টি-২০ বিশ্বকাপ বিনা মূল্যে দেখা যাবে টফিতে

পর্দা নামল ২৩তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক প্রদর্শনীর

সেকশন