নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ডিজাইনটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার রফিকুল ইসলাম বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। গতকাল রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত হয় বলে জানা গেছে।
বিজিএমইএর একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, ব্যক্তিগত কারণ ও অসুস্থতার কথা উল্লেখ করে ২০২৪-২৬ মেয়াদের জন্য নির্বাচিত সভাপতি এস এম মান্নান কচি গতকাল পদত্যাগ করেছেন। তবে তিনি বোর্ডে পরিচালক হিসেবে কাজ করবেন।